August 18, 2025, 4:21 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া শাহিন ক্যাডেট স্কুল/ ছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার কুষ্টিয়ায় বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল রেসিং খেলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু ঝিনাইদহে সীমান্ত অতিক্রমের অভিযোগে ১৭ জন আটক রাজশাহীতে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে কুষ্টিয়ায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র আনছিল সৌদি জাহাজ, ইতালিতে আটক ভারতের নতুন নিষেধাজ্ঞায় বাংলাদেশের পাটপণ্য রপ্তানিতে বড় ধাক্কা ধানসহ কয়েকটি খাদ্যশস্য উৎপাদনে রেকর্ডের পথে বিশ্ব ঢাকার চেয়ে কম দামে কলকাতায় ইলিশ, যাচ্ছে কোথা থেকে ? লুট হওয়া ১,৩৬৬ পুলিশি অস্ত্র এখনো উদ্ধার হয়নি, নির্বাচনের আগে বাড়ছে শঙ্কা

মিরপুরে বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেনসহ ৫জাসদ নেতার মৃত্যু বার্ষিকীতে স্মরন সভা

বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেনসহ ৫জাসদ নেতার মৃত্যু বার্ষিকীতে স্মরন সভা

নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে সাবেক জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, জাসদের শীর্ষ নেতা কাজী আরেফ আহম্মেদসহ জাসদের ৫ নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

রোবাবার বিকেলে উপজেলার তালবাড়ীয়া এলাকায় লোকমান হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এতে লোকমান হোসেন ফাউন্ডেশনের সভাপতি নিজাম উদ্দিন কবিরাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি ও কুষ্টিয়া জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড অনুপ কুমার নন্দী।

লোকমান হোসেন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এ্যাড. আল মুজাহিদ হোসেন মিঠুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাড শেখ আবু সাঈদ, জননেতা মারফত আলী মাষ্টার, কুষ্টিয়া জেলা জাসদ (রব) সভাপতি মিজানুর রহমান মির্জা, কুষ্টিয়া জেলা জাসদ (রব) সাধারন সম্পাদক মফিজুল ইসলাম, কুষ্টিয়া জেলা জাসদ (শরিফ আম্বীয়া) সাধারন সম্পাদক এটিএম আবুল মনসুর মজনু, বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন খান, বীরমুক্তিযোদ্ধা এনামুল হক বিশ্বাস, তালবাড়ীয়া ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডল, তালবাড়ীয়া ইউনিয়ন আওয়ামিলীগের সাধারন সম্পাদক তৌসিফ আহমেদ সোহান, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক এ্যাড. আবুল হাসিম, এ্যাড তোফাজ্জেল হোসেন, লোকমান হোসেন ফাউন্ডেশনের কোষাধক্ষ আশরাফুল ইসলাম নির্বাহী সদস্য এ্যাড. সোহেলী পারভীন ঝুমুর, সেকেন্দার আলী কবিরাজ, খন্দকার ফরিদ প্রমুখ। অনুষ্ঠানে মেধাবী ছাত্র/ছাত্রীদের উপবৃত্তি প্রদান করা হয়।

উল্লেখ্য ১৯৯৯সালের ১৬ ফেব্রুয়ারি দৌলতপুর উপজেলার কালিদাসপুর প্রাইমারী স্কুল মাঠে সন্ত্রাস বিরোধী জনসভায় সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নিমর্মভাবে নিহত হন জাতীয় নেতা কাজী আরেফ আহমেদ, তৎকালিন জেলা জাসদের সভাপতি লোকমান হোসেন, সাধারন সম্পাদক এ্যাড. ইয়াকুব আলী, শমশের আলী ও তপসের মন্ডল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net