November 14, 2024, 1:15 am
হুমায়ুন কবির, খোকসাঃ
কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা করোনা প্রতিরোধে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্্র মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা চেযেছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তার কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করেন তিনি। এ সময় তিনি বর্তমান প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার সকল সাংবাদিকদের সহযোগিতা চান। এ সময় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকরা এক হয়ে খোকসা বাসীর কল্যাণে কাজ করবে বলে অভিমত পোষণ করা হয়।
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন খাদ্য সামগ্রী ও অর্থ সহযোগিতা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলকে সঠিক তথ্য তুলে ধরার জন্য সাংবাদিকদের তিনি আহ্বান জানান॥
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি বাবুল আক্তার ও উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
Leave a Reply