August 19, 2025, 5:19 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আমদানি শুরুর পর দাম বাড়েনি পেঁয়াজের বেসরকারি পর্যায়ে ১০ লাখ টন ডাল ও চিনি আমদানি অনুমোদন কুষ্টিয়ায় কারাগারে হাজতির মৃত্যু কুষ্টিয়ায় পদ্মা ও গড়াইয়ে পানি কমলেও দৌলতপুরে অর্ধলক্ষ মানুষ পানিবন্দি কুষ্টিয়া শাহিন ক্যাডেট স্কুল/ ছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার কুষ্টিয়ায় বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল রেসিং খেলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু ঝিনাইদহে সীমান্ত অতিক্রমের অভিযোগে ১৭ জন আটক রাজশাহীতে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে কুষ্টিয়ায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র আনছিল সৌদি জাহাজ, ইতালিতে আটক

সুয়ারেজ দুষণে ঝুঁকিতে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, হানিফ বললেন দু:খজনক

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
নিজেই স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে স্বাস্থ্যসেবায় নিয়োজিত কুষ্টিয়া ২৫০শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালটি। ওয়াকিবহাল সুত্র বলছে চারম বিপর্যয় নেমে আসতে পারে জেলার ২২ লক্ষ মানুষের স্বাস্থ্য সেবার আশ্রয় স্থলটি।
এমনিতেই নানাবিধ ঝক্কি-ঝামেলা ও সমস্যা সীমাবদ্ধতা মোকাবিলা করেই শয্যা সংখ্যার প্রায় দুই বা তিনগুন ভর্তিকৃত এবং দেড় সহ¯্রাধিক বর্হিবিভাগ রোগীদের স্বাস্থ্য সেবা দিচ্ছেন প্রতিষ্ঠানটি। সেই সাথে করোনাক্রান্ত রোগী তো রয়েছেই। অন্যদিকে কুষ্টিয়া মেডিকেল কলেজের অস্থায়ী কার্যালয়। অসংখ্য বিশেষজ্ঞ চিকিৎসকের আনাগোনা সেখানে। যা রোগীর চাপ আরো বাড়িয়ে তুলছে।
হাসপাতালের নিরাপত্তাকর্মী ফারুক আহমেদের অভিযোগ, এই যে দেখছেন হাসপাতাল মসজিদ, প্রধান ডাকঘরসহ গোটা এলাকার পায়খানা, পেসাবখানার ময়লা বাইরে যাওয়ার কোন পথ নেই। একদিকে ড্রেন জ্যাম, অন্যদিকে রাস্তাটা বহুদিনের পুরনো নীচু হওয়ায় আশাপাশের সব নোংড়া ময়লা মিশে এই পানি পুরোটাই এখন বিষাক্ত। পাশের করোনা রোগীর আইসোলেশন ওয়ার্ডের ময়লাও মিশে আছে। শরীরে লাগলেই খবর আছে। আমরা তো জান হাতে করে কাজ করছি।
গাইনী ওয়ার্ডে ভর্তি এক রোগীর স্বজন সজনী খাতুন প্রধান গেট পেরিয়ে এই ময়লা পানির মধ্যে হেটে ওষুধ কিনতে এসে বলেন, হাসপাতালে মানুষ আসছে সু¯’্য হতে; কিন্ত এখানে যে অব¯’া আমি যতবার ওধুষ নিতে আসছি, ওয়ার্ডে ফিরে ততবার বাথরুমে গিয়ে গোসল করে তারপর রোগীর কাছে যাচ্ছিছ।
২৫০শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: তাপস কুমার সরকার বলেন, সামান্য বৃষ্টিপাতেই সুয়ারেজের নোংড়া আবর্জনার সাথে একাকার হয়ে স্বা¯’্য ঝুঁকির ষোল কলা পূর্ন হয়ে যায় হাসপাতাল চত্বরটি। একাধিকবার লিখিত আবেদনেও সাড়া দেননি সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষ। দায়িত্ব নি”েছন না কেউই এমন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে দীর্ঘদিনের এই সমস্যার জরুরী সমাধানের দাবি করেন তিনি।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মোসাঃ নূরুন-নাহার বেগম বলেন, সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষ অবহেলা না করে খুব যৎসামান্য সুদৃষ্টি দিলেই দীর্ঘ ৬বছর ধরে বিদ্যমা সুয়ারেজ দুষনে জনভোগান্তিসহ চরম স্বা¯’্য ঝুঁকিতে কর্মরত চিকিৎসক ও স্বা¯’্যকর্মীদের ঝুঁকিমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা যেত।
হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেন, বিষয়টি খুব দু:খজনক। ওই রাস্তাটি করার কথা কুষ্টিয়া পৌরসভার। পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেন উনারা কি বলেন।

তবে এবিষয়ে কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত অভিযোগ সংক্রান্ত বিষয়ে কিছুই জানেন না দাবি করে বলেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল চত্বরে জলাবদ্ধতায় জনভোগান্তি নিরসনের কার্যাদেশ দেয়া হয়েছে। ঠিকাদাররা তো কাজ শুরু করার কথা ? শীঘ্রই এসমস্যার সমাধান হবে। হাসপাতালের মতো এমন জনগুরুত্বপূর্ন প্রতিষ্ঠানের রাস্তাটি দীর্ঘ ৬বছর ধরে জন ভোগান্তির কারণ হয়ে আছে; এতোদিন কাজটি হয়নি কেন এমন প্রশ্নের কোন সদুত্তোর দিতে পারেন নি তিনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net