November 8, 2024, 2:01 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় আরও ২১ করোনায় আক্রান্ত হয়েছে। ১৯ জুন পিসিআর ল্যাবের রির্পোট এটি। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত দাঁড়ালো ৩২৮।
এদিকে শনিবার থেকে জোনিং লনডাউন শুরু হচ্ছে জেলায়।
১৯ জুন আক্রান্ত ২১ জনের মধ্যে সহ( কুষ্টিয়া সদরে ৫, ভেড়ামারায় ১০,দৌলতপুরে ২,কুমারখালীতে ১,মিরপুরে ১ও খোকসায় ১ জন।
কুষ্টিয়া জেলার সদর উপজেলায় আক্রান্তরা শহরের পেয়ারাতলার ১ জন, থানাপাড়ার ২ জন, কাঞ্চনপুরের ১ জন ও আড়ুয়াপাড়ার ১ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্তের বাড়ি দক্ষিণ ভবানীপুর।
ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ১০ জনের মধ্যে কাচারিপাড়ার ১ জন, কুন্ডুপাড়ার ১ জন, কুটিবাজারের ১ জন, উত্তর ভবানীপুরের ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ১ জন ও ভেড়ামারা সোনালী ব্যাংকের ৫ জন।
মিরপুর উপজেলায় আক্রান্ত ২ জন ইসলামি ব্যাংক, পোড়াদহ শাখাঢ কর্মরত।
দৌলতপুর উপজেলায় আক্রান্তরা হলো ফারাকপুরের ১ জন ও দুঃখীপুরের ১ জন।
খোকসা উপজেলায় আক্রান্ত উপজেলার রাজিনাথপুরের।
এদিকে কুষ্টিয়া শহরের কোভিড-১৯ রেড জোন ঘোষিত এলাকাসমুহে আগামীকাল ২০ জুন থেকে লকডাউন কার্যকর হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ ইতোমধ্যে এলাকাসমুহে পরিদর্শন করেছেন। ইতোমধ্যে ম্যাপিং শেষ করা হয়েছে। শুক্রবার রেড জোন এলাকাগুলোতে সর্তকতামূলক ঘোষণা চালানো হয়।
হাইওয়ে ব্যতীত রেড জোন ভুক্ত প্রত্যেক ওয়ার্ডের অলিগলির সব রাস্তা-ই বন্ধ থাকবে। রেড জোনে দোকান পাট ব্যবসা প্রতিষ্ঠান অফিস আদালত বন্ধ থাকবে, সাধারণ ছুটিও থাকবে।
Leave a Reply