October 19, 2025, 4:35 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এইচএসসিতে ইংরেজি: দুর্বল ভিত্তি থেকে ফল বিপর্যয় জুলাই সনদের অঙ্গীকারনামায় যা উল্লেখ আছে ছেঁউড়িয়ায় ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবসের ৩ দিনের অনুষ্ঠানের উদ্বোধন চাকসু নির্বাচন: ভিপি-জিএসসহ ২৬ পদের ২৪টিতেই ছাত্রশিবিরের জয় রাকসু নির্বাচন/ ২৩ পদের ২০টিতে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের জয় আওয়ামী আমলের প্রশাসনের বিরুদ্ধে উঠা তিন অভিযোগ নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুদক সব সরকারি কলেজে শিক্ষকদের কর্মবিরতি, পরীক্ষাও স্থগিত চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট পান করে ৬ জনের মৃত্যু, ৩ জন হাসপাতালে দৌলতদিয়া/ ঘন কুয়াশার কারণে বন্ধ হওয়া ঘাট ৩ ঘন্টা পর স্বাভাবিক অনলাইন জুয়া সম্রাট লিপু সহযোগীসহ সাতক্ষীরায় গ্রেপ্তার, মেহেরপুরে আনা হবে, এসপি

জেলা আওয়ামী লীগের রাজনীতিতে ব্যবসায়ী অজয় সুরেকা/ সবার শুভ কামনা প্রত্যাশী

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার ব্যবসা-বাণিজ্য, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিমন্ডলে সুপরিচিত অজয় সুরেকা উঠে এলেন রাজনীতিতে। সদ্য ঘোষিত জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি পেয়েছেন কোষাধক্ষ্যের পদ। নানামুখী ব্যবসায়ে জড়িত স্বাধীনতার স্বপক্ষ শক্তির অতি নিকটবর্তী কুষ্টিয়ার সুরেকা পরিবার রাজনৈতিভাবে সর্বদায় আওয়ামী আদর্শের সাথে থাকলেও সরাসরি এ পরিবার থেকে রাজনীতির মাঠে এলেন এবং নাম লেখালেন অজয় সুরেকা। এ পদে আসার আগে অজয় সুরেকা দীর্ঘদিন বিভিন্নভাবে ঘনিষ্ঠ জেলা আওয়ামী লীগের হয়ে কাজ করছিলেন। এর বাইরেও তিনি একজন রোটারিয়ান। রোটারী ক্লাবের বিভিন্ন পদে কাজ করেছেন। সমাজে সেবায় প্রচুর অবদান রেখেছেন।
অজয় সুরেকা জানান ব্যবসা-বাণিজ্যই তাদের প্রধান পেশা। ব্যবসায় ঐতিহ্যে তার পরিবারের পার হয়েছে প্রায় শত বছর। এবার তিনি রাজনীতিতে এসেছেন। কাজ করতে চান বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশিত উন্নয়নের সাথে। শরীক হতে চান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনের সংগ্রামে।
তিনি বলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবুব উল আলম হানিফের হাত ধরেই তার রাজনীেিততে আসা। তাকে তিনি যে দায়িত্ব দিয়েছেন তা বাস্তবায়নে তিনি কাজ করে যাবেন। কুষ্টিয়ার উন্নয়নে তিনি যে কাজ শুরু করেছেন সেখানে তিনি একজন কর্মী হিসেবে তার কাজ যাবেন।
বর্তমানে ডিস্ট্রিবিউশন ব্যবসায় বিশেষ দক্ষতা অজর্নকারী অজয় সুরেকা প্রায় ডজনেরও বেশী দেশ-বিদেশী কম্পানির স্থানীয় ডিস্টিবিউটর।
তিনি একাধিকবার খুলনা কর অনচলের সেরা করদাতা ও সেরা ভ্যাট প্রদানকারী হবার গৌরব অর্জন করেছেন।
ডিস্টিবিউশন ব্যবসার মধ্যে গ্রামীণ ফোন ও ইউনিলিভার বাংলাদেশে অন্যতম।
অজয় পরপর আটবার গ্রামীণ ফোনের বেস্ট ডিস্ট্রিবিউটর হাউজ হিসেবে খেতাব অর্জন করেন। অন্যদিকে, ইউনিলিভার বাংলাদেশের সফল ডিস্ট্রিবিউটর হিসেবে ব্যবসা করছেন ৫০ বছর ধরে।
কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় এই ব্যবসা বিস্তৃত রয়েছে। বর্তমানে এই প্রতিষ্ঠানের অধীনে প্রায় ৫০০’শর অধিক মানুষ কর্মরত রয়েছেন।
কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট অজয় নিজেকে ব্যবসায়ে জড়ান যখন তার পিতা মাš‘রাম সুরেকা ১৯৯২ সালের দিকে হঠাৎ অসু¯’ হয়ে পড়েন। অজয়ের গতিশীল নেতৃত্বে খুব অল্প দিনেই সুরেকা এন্টাপ্রাইজের সকল ব্যবসা সাফল্য লাভ করে।
ব্যবসার পাশাপাশি অজয় সুরেকা নানা সামাজিক কার্যক্রমের সাথে জড়িত। তিনি ্অগণিত প্রতিষ্ঠানের আজীবন সদস্য। এসব প্রতিষ্ঠানের নানা জনহিতকর কাজে তিনি নানভাবে সহায়তা করে থাকেন। তিনি ঝড়েপড়া শিশুদের শিক্ষায় সহায়তা, অসহায় বয়স্কদের নিয়ে নানা সহায়তামুলক কাজ করে থাকেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net