November 22, 2024, 7:27 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার সনজিভ ভাটি শনিবার (27 ফেব্রæয়ারি) এক সংক্ষিপ্ত সফরে কুষ্টিয়ায় এসেছিলেন। তিনি শিলাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি ও ভারত উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা বিপ্লবী বাঘা যতিনের জন্মভিটা পরিদর্শ করেন। শিলাইদহের কুঠিবাড়িতে ভারত সরকারের সহায়তায় নির্মিয়মাণ ভবনসমুহের কাজের অগ্রগতি তদারকি করেন। আগামী মাসেই এগুলো উদ্ধোধন করার দিন ধার্য রয়েছে।
অন্যদিকে বিপ্লবী বাঘা যতিনের জন্মভিটায় তিনি কিছু সময় কাটান। সেখানে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। যতিনের জন্মভিটা ঘুরে দেখেন। এসময় এলাকার সকলের মতামতের প্রেক্ষিতে সেখানে কিছু করার বিষয়ে ভারত সরকারের আগ্রহের কথা জানান।
সেখানে উপস্থিত ছিলেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের ভিসা অফিসার এসকে ভর্ট্রাচার্য্য, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ট্রেজারার বিশিষ্ট ব্যবসায়ী অজয় সুরেকা, বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান, কুমারখালীর রানা টেক্্রটাইলের সত্বÍাধীকারী মাসুদ রানা, শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন খান তারেক, কয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও গর্ভনিং বডির সদস্যবৃন্দ।
Leave a Reply