September 12, 2025, 11:07 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ডাকসু নির্বাচন: বিএনপির জন্য আত্মবিশ্লেষণের বার্তা ফরিদা পারভীন লাইফ সাপোর্টে ডাকসুর আনুষ্ঠানিক ফল ঘোষণা/ ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ দেশে দাম ২৫০০, ভারতে যাচ্ছে ১৫০০ টাকা দরে ১২০০ টন ইলিশ রাজবাড়ীতে মোটরসাইকেল রেসে প্রাণ গেল দুই বন্ধুর কেরুর আধুনিকায়ন ১৩ বছরেও শেষ হয়নি, ব্যয় বেড়ে দ্বিগুণেরও বেশি একাদশে ভর্তি শুরু, জেলা পর্যায়ে নন-এপিওতে ভর্তি ফি ৩ হাজার টাকা, ক্লাস ১৫ সেপ্টেম্বর থেকে প্রাথমিকে বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত, আসছে মিড-ডে মিল ইউক্রেন চুক্তি মানতে না পারলে সামরিকভাবে লক্ষ্য পূরণ করবে রাশিয়া: পুতিন সংকটাপন্ন অবস্থায় ফরিদা পারভীন, চিকিৎসায় সহায়তায় প্রস্তুত সংস্কৃতি মন্ত্রণালয়

খোকসায় জসিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/

কুষ্টিয়ার খোকসার রতনপুর গ্রামের রওশন আলীর ছেলে জসিম উদ্দিন শেখ (৩০) কে বাড়ি থেকে ডেকে নিয়ে মাছ চুরির অভিযোগ দিয়ে পিটিয়ে হত্যায় অভিযুক্ত খোকসা ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী বিশ্বাস ও তার ৩ ছেলে এবং এক ভাতিজার গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে গ্রামবাসী।

বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় রতনপুর থেকে বিক্ষোভ মিছিল সহ শত শত গ্রামবাসী বৃষ্টিকে উপেক্ষা করে খোকসা বাজার প্রদক্ষিণ করে খোকসা বাস স্ট্যান্ডে মানববন্ধন করে।
প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে নিহত জসিম উদ্দিন শেখ এর ভাই মামলার বাদী মোঃ হাসেম শেখ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সন্ত্রাসী, বিভিন্ন অপকর্মের মদদদাতা খোকসা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বিশ্বাস সহ তার ছেলে ও  তার পোষা বাহিনী দিয়ে মিথ্যা চুরির অভিযোগে আমার নিরিহ কৃষক ভাইকে ঠান্ডা মাথায় হত্যা করেছে।

এছাড়াও আসন্ন  ইউপি নির্বাচনে আমি এই ওয়ার্ডের একজন জনপ্রিয় মেম্বার প্রার্থী। আমি যাতে কোন অবস্থায় দাঁড়াতে না পারে সেজন্য আমার ভাইকে হত্যা করেছে।
তিনি আরো বলেন হত্যাকাণ্ডের ঘটনার ৪৮ ঘণ্টা পার হয়ে গেল পুলিশ প্রশাসন এখন পর্যন্ত চিহ্নিত আইয়ুব চেয়ারম্যান সহ অন্যান্য আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়নি।

উক্ত বিক্ষোভ ও মানববন্ধন নিহত জসীম উদ্দীনের তিন শিশু সন্তান স্ত্রী মা ভাই বোন সহ রতনপুর গ্রামের প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করে।

মানববন্ধনে উপস্থিত মামলার তদন্তকারী কর্মকর্তা হুসাইন মোঃ এমদাদুল হক জানান হত্যা মামলার অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চলছে। অনতিবিলম্বেই আসামিদের গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করা হবে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোঃ আশিকুর রহমান জানান, নিহত জসীম উদ্দীন হত্যা মামলার এজাহারের দুই আসামিকে ঘটনার দিন গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারেরে চেষ্টা চলছে।

উল্লেখ(১৫ জুন) ভোররাতে কৃষক জসীম উদ্দীনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যে মাছ চুরির অপরাধে চেয়ারম্যান আইয়ুব আলী বিশ্বাসের বাড়িতে খুঁটির সাথে বেঁধে বেধড়ক মারপিট করে। ঐ দিন সকালেই খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কৃষক জসিম উদ্দিন মারা যায়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net