September 13, 2025, 2:33 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ডাকসু নির্বাচন: বিএনপির জন্য আত্মবিশ্লেষণের বার্তা ফরিদা পারভীন লাইফ সাপোর্টে ডাকসুর আনুষ্ঠানিক ফল ঘোষণা/ ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ দেশে দাম ২৫০০, ভারতে যাচ্ছে ১৫০০ টাকা দরে ১২০০ টন ইলিশ রাজবাড়ীতে মোটরসাইকেল রেসে প্রাণ গেল দুই বন্ধুর কেরুর আধুনিকায়ন ১৩ বছরেও শেষ হয়নি, ব্যয় বেড়ে দ্বিগুণেরও বেশি একাদশে ভর্তি শুরু, জেলা পর্যায়ে নন-এপিওতে ভর্তি ফি ৩ হাজার টাকা, ক্লাস ১৫ সেপ্টেম্বর থেকে প্রাথমিকে বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত, আসছে মিড-ডে মিল ইউক্রেন চুক্তি মানতে না পারলে সামরিকভাবে লক্ষ্য পূরণ করবে রাশিয়া: পুতিন সংকটাপন্ন অবস্থায় ফরিদা পারভীন, চিকিৎসায় সহায়তায় প্রস্তুত সংস্কৃতি মন্ত্রণালয়

স্কুলছাত্রকে কুপিয়ে জখম: কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার

জহির রায়হান সোহাগ ,চুয়াডাঙ্গা/

 

চুয়াডাঙ্গায় স্কুল ছাত্রকে কুপিয়ে জখমের ঘটনায় উঠতি কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।  

আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এরআগে সকাল ১০টার দিকে বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন গুরুতর জখম স্কুল ছাত্রের বড় ভাই অপু মিয়া।  পরে বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কুতুবপুর দশমী গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।  এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫টি ধারালো দেশীয় অস্ত্র।  

 

পুলিশ জানায়, গেল রোববার রাতে সদর হাসপাতাল এলাকার ইসলামী হাসপাতালের সামনে মোবাইল নিয়ে বিরোধের জেরে ইমন আলী নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য।  পরে ফেইসবুকে সেলফি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে গ্রেফতার হওয়া কিশোর গ্যাংয়ের সদস্যরা।  ঘটনার পর আজ সকাল ১০টার দিকে বাদী হয়ে ৯ জনকে আসামী করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন গুরুতর জখম স্কুল ছাত্র ইমন আলীর বড় ভাই অপু মিয়া।  পরে অভিযান চালিয়ে সদর উপজেলার কুতুবপুর দশমী গ্রাম থেকে ওই ৯ কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫ টি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।

 

আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার মাঝেরপাড়ার আতিয়ার রহমানের ছেলে ওসমান গনি (১৯), একই এলাকার বিটুল পারভেজের ছেলে মোহাম্মদ রাতুল (১৭), মোহাম্মদ লিপুর ছেলে শিশির আলী (১৬), বাগানপাড়ার রাশিদুল ইসলামের ছেলে সন্ধি ইসলাম (১৬),সিএ্যান্ডবিপাড়ার মানিক মিয়ার ছেলে খালিদ হোসেন (১৫), পোস্ট অফিসপাড়ার জিয়ারুল হকের ছেলে সোহান আলী (১৬), সদর উপজেলার হাতিকাটা গ্রামের সোহেল রানার ছেলে অনিক জোয়ার্দ্দার (১৬), দৌলতদিয়াড় গ্রামের মফিজুর রহমানের ছেলে প্রিন্স রহমান (১৬) ও একই এলাকার আশরাফুল ইসলামের ছেলে ইমন আলী (১৬)।  

 

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান,  গ্রেফতারকৃতরা উঠতি কিশোর গ্যাংয়ের সদস্য।  তাদের কাছ থেকে ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।  বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

 

উল্লেখ্য, গেল শনিবার ইমনের বন্ধুরা সদর হাসপাতাল সড়কে অবস্থিত ইমনের বাবার দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে।  এ বিষয়ে সদর থানা পুলিশের সহযোগীতায় ওইদিন উভয়পক্ষের মধ্যে মিমাংসা হয়।  পরে গত রোববার রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকার ইসলামী হাসপাতালের সামনে মোবাইল নিয়ে বিরোধের জেরে  ইমন আলী (১৬) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করা হয়।  আহত ইমন আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার  চক্ষু হাসপাতাল পাড়ার আতিয়ার রহমানের ছেলে ও ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।  গুরুতর আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net