December 26, 2024, 8:07 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪০৯ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১২৪ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্ত হার দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩১ শতংশ।
এর আগের কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ৩২৪ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৩২ জনের। পরীক্ষা েিবচনায় শনাক্ত হার দাঁড়িয়েছে ৪০ দশমিক ৭৪ শতংশ।
আজ বৃহস্পতিবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল মোমেন দৈনিক কুষ্টিয়া এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান গতকাল মঙ্গলবার ২৯১ট নমুনা পরীক্ষায় ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষা বিবেচনায় শনাক্ত হার ছিল ৩৯.১৭ শতাংশ।
তিনি জানান কুষ্টিয়াতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আজ ভোর পর্যন্ত ২০৬০৭ জন। হোম আইসোলেশনে আছেন ১৫৩৩ জন। করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৫ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৯৫ জন। সুস্থ্য হয়েছেন ১৮২৫৪ জন।
Leave a Reply