February 5, 2025, 12:50 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া পোড়াদহ থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ করিম বেপারী (৬৬) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার ভোরে পোড়াদহ জংশনে নকশিকাঁথা ট্রেন থেকে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
আটক করিম চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার উজলপুর বিলপাড়া গ্রামে বাসিন্দা।
পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, মাদকবিক্রেতা করিম ট্রেনে দর্শনা থেকে মাদক বহন করে ঢাকার উদ্দেশে রওনা হন। পুলিশ গোপন খবর পেয়ে করিমের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৭০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
Leave a Reply