March 12, 2025, 10:22 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিশ^বিদ্যালয় পাশর্^বতী এলাকাবাসী। এ ঘটনায় বেলা ১১টা থেকে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অচল থাকে। বিশ^বিদ্যালয় মেইন গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অবরোধকারীরা ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা ঝাউদিয়ায় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদ করেছে।
এই প্রতিবাদ সমাবেশে ইবির পাশর্^বর্তী বিত্তিপাড়া, হরিনারায়নপুর, লক্ষ্মীপুর, মধুপুর, আবদালপুর ও শান্তিডাঙ্গাসহ আশপাশের এলাকার বাসিন্দারা অংশ নেন।
সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সাধারণ মানুষ ক্যাম্পাসের সামনে জড়ো হন। বেলা ১১টার দিকে তারা রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করেন। তাদের সাথে যোগ দেন বিশ^বিদ্যালয়ের কয়েকশত শিক্ষার্থী।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক জানান, কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তারা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সড়ক অবরোধ করেছেন।’ পরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে দুপুর ২টায় তারা অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়।
এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান জানান, ঘটনার শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজা হচ্ছে।
২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাকে ঝাউদিয়া এলাকায় স্থানান্তর করে ‘ঝাউদিয়া থানা’ নামকরণ এবং ঝাউদিয়া পুলিশ ক্যাম্পকে ইবি ক্যাম্পাসে স্থানান্তর করে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্প’ হিসেবে নামকরণ করার নির্দেশনা দেওয়া হয়।
এর আগে গত ৪ ফেবুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয় থানা অবিলম্বে ঝাউদিয়ায় স্থানান্তরের দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে কয়েকটি গ্রামের অধিবাসী। সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে তারা।
Leave a Reply