December 6, 2024, 11:30 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে আরো ২০ জন ও মৃত্যু বরণ করেছে ১ জন। এ নিয়ে জেলার ৬ উপজেলায় করোনায় আক্রন্তের পরিমাণ দাঁড়ালো মোট ২৮৪৯ জন। মৃত্যুবরণ করেছেন মোট ৬৩ জন।
৩ সেেেপ্টম্বর কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ২৭৭ টি নমুনার (কুষ্টিয়া ১৩২ , চুয়াডাঙ্গা ৪৬, ঝিনাইদহ ৬৬ ও মেহেরপুর ৩৩) পরীক্ষা করা হয়। কুষ্টিয়ার ২০ জনের করোনাা পজিটিভ সনাক্ত হয়।
করোনায় মুস্তাক আহমেদ নামের একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি কুমারখালী। তিনি শুক্রবার বোরে মারা যান।
যার মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ১১ জন, কুমারখালী উপজেলার ৪ জন, ভেড়ামারা উপজেলার ২ জন, মিরপুর উপজেলার ১ জন, খোকসা ১ জন ও দৌলতপুর উপজেলার ১ জন।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ১১ জনের ঠিকানাঃ কোর্ট পাড়া ১ জন, জিয়ারখি উত্তর পাড়া ১ জন, মোল্লা তেঘোরিয়া ১ জন, কুমারগাড়া ১ জন, কলাবাগ রোড- কাস্টমস মোড় ১ জন, কেজিএইচ ৩ জন, পিটিআই রোড ২ জন ও পালপাড়া রোড-জুগিয়া ১ জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত ৪ জনের ঠিকানাঃ পাইকপাড়া ১ জন, এলোঙ্গি পাড়া ১ জন, দক্ষিণ মনোহরপুর ১ জন ও বাঁশগ্রাম ১ জন।
ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানাঃ বামনপাড়া রেলগেট ১ জন ও কাছারি পাড়া ১ জন। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ সেলিমপুর ১ জন। মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ
মিরপুর ১ জন। খোকসা উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ সেনগ্রাম।
অন্যদিকে, চুয়াডাঙ্গা জেলার ৬ জন, ঝিনাইদহ জেলার ৯ জন ও মেহেরপুর জেলার ১ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা জেলার ৭ জন ও মেহেরপুর জেলার ১ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ থেকে সুস্থ হয়েছেন মোট ২২৮৯।
Leave a Reply