December 8, 2024, 3:42 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
আসন্ন শীত মৌসুমে দেশে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কায় তৎপর হচ্ছে সরকার। মাস্ক পড়া বাধ্যতামুলক করে সকল ব্যবস্থা নিতে সারাদেশের এক্সিকিউটিভ ম্যাজিসস্ট্রেটদের মাধ্যমে জনগণকে স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দেবে সরকার। এ লক্ষ্যে একটি বৈঠক হতে যাচ্ছে ৭ নভেম্বর।
ইতোমধ্যে সবার মাস্ক পরা নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার (৩ নভেম্বর) সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে যেখানে করোনা সংক্রমণের সম্ভাব্য এ সেকেন্ড ওয়েভ মোকাবিলায় মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থা/প্রতিষ্ঠান এবং মাঠ পর্যায়েল সবার মাস্ক পরিধান নিশ্চিত করার উপর জোর দেয়া হয়েছে। উপযুক্ত মাধ্যমে (পোস্টার/স্টিকার/ব্যানার/বিলবোর্ড ইত্যাদি) দৃশ্যমান করাসহ সব সেবা প্রদানকারী ও সেবা গ্রহণকারীর মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছ্ ে
বিষয়টি জরুরি’ উল্লেখ করে সব সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের কাছে মঙ্গলবার চিঠি পাঠানো হয়েছে।
সরকারের শীর্ষ কর্মকর্তারা মোবাইল কোর্ট পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নিয়ে সভায় বসছে আগামী ৭ নভেম্বর। ওই দিন বিকেল ৩টায় বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/পরিদপ্তরে প্রেষণে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সঙ্গে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুনের সভাপতিত্বে বিসিএস প্রশাসন একাডেমিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সারাদেশে ৫২ জনের মতো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকলেও অনেককেই দায়িত্ব দেওয়া হয়। ওই দিন সারাদেশ থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের ডাকা হয়েছে।
ম্যাজিস্ট্রেট হচ্ছেন আইন প্রয়োগ ও বিচারিক দায়িত্বপালনকারী একজন সরকারি কর্মকর্তা। বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট হন। কর্মক্ষেত্রে তারা ব্যাপক নির্বাহী এবং সীমিত বিচারিক ক্ষমতা ভোগ করেন। ‘কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮’, ‘পেনাল কোড ১৮৬০’, ‘পুলিশ রেগুলেশন ১৯৪৩’ এবং অন্য আরও অপরাধ দমন আইনের বিভিন্ন ধারায় তাদের নানা ক্ষমতা দেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আইন রক্ষা, নির্দেশ দান, বিভিন্ন সামাজিক সমস্যায় (যেমন- খাদ্যে ভেজাল, ইভটিজিং, মাদকদ্রব্য চোরাচালান, সরকারি সম্পত্তি বেদখল প্রভৃতি) সুবিচার নিশ্চিতে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট আইন ২০০৯, ধারা ৫) গঠনের ক্ষমতা রাখেন।
Leave a Reply