December 27, 2024, 7:20 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে ২৭ জানুয়ারি বিকেল সাড়ে তিনটায় মিরপুর পৌর এলাকার মাদ্রাসা পাড়া থেকে ৯৭০ পিস সেনট্রাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ইনস্পেটা ফার্মার টাপেন্টাডল গ্রুপের এই ঔষধ মাদক হিসেবে ব্যবহার হচ্ছে।
সেন্ট্রাডল সহ আটক মোঃ সজীব হোসেন (২২) মিরপুর পৌর মেয়র পাড়ার বাসিন্দা। র্যাব বলছে- সেনট্রাডল ট্যাবলেট-৯৭০ পিস এর অনুমান মূল্য একলক্ষ ৯৪ হাজার টাকা।
সজীবের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply