February 5, 2025, 6:03 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করে ধর্ষণ মামলার আসামীদের গ্রেফতারের দাবি করেছে। পুলিশকে তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে।
আসামীরা জাসদ-এর কর্মী সমর্থক উল্লেখ করে তাদেরকে বাঁচাতে দলের নেতারা প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম ছানা। তবে, এ অভিযোগ অস্বীকার করেন জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন। তিনি উল্টো অভিযোগ করেন, ঘটনার আসল নায়কদের বিরুদ্ধে এফআইআর করা হয়নি। তিনি বলেন, জাসদের কোন নেতাকর্মী কোন রকমের অসামাজিক কর্মকাণ্ডে জড়িত নয়। অপরাধে সম্পৃক্ত কোন নেতা-কর্মীকে জাসদ আশ্রয়-প্রশ্রয়ও দেয় না জানান তিনি। আব্দুল আলীম স্বপন বলেন, প্রকৃত অপরাধী যেন উপযুক্ত শাস্তি পায় এটা আমরা চাই। অপরাধীদের কোন দল নেই, কিন্তু এখানে দুঃখজনক হলো অপরাধীদের রাজনৈতিক পরিচয় বা কালার দেয়া হচ্ছে এটা আওয়ামী লীগের কাছে কাম্য নয়।
২৫ ফেব্রুয়ারি দুপুর ১টায় ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম চুনুসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সেখানে বলা হয়, গত ১৪ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে ভেড়ামারার বামন পাড়ায় প্রবাসীর স্ত্রী নিজের ঘরে তার খালাতো ভাই তানজিরার সাথে কথা বলছিলো। এসময় আসামীরা এসে তানজিরাকে বাইরে আটকে রেখে প্রবাসীর স্ত্রীকে যৌন নির্যাতন করে। এ ঘটনায় ওই স্ত্রী বাদী হয়ে স্থানীয় ইয়ামিন, আব্দুল করিম, নাঈম, স্বরণ হোসেন ও মো: তুর্যকে আসামী করে ভেড়ামারা থানায় মামলা করেন।
এ বিষয়ে ভেড়ামারা থানার ওসি শাহ জালাল মোবাইল ফোনে বলেন, রাজনৈতিক পরিচয় মূখ্য নয়, আসামীর পরিচয় সে আসামী, তাদেরকে ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে।
Leave a Reply