December 26, 2024, 5:58 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রোববার থেকে দেশের সব অধস্তন আদালত শারীরিক উপস্থিতির পাশাপাশি ভার্চুয়াল পদ্ধতিতেও পরিচালিত হবে। সকল দেওয়ানি ও ফৌজদারি আদালত এ পদ্ধতি অনুসরন করবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট।
শনিবার প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণজনিত উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালের বিচারক দেওয়ানি ও ফৌজদারি মোকদ্দমা/মামলায় প্রযোজ্য ক্ষেত্রে শারীরিক উপস্থিতিতে অথবা ভার্চুয়ালি সব ধরনের বিচার কার্যক্রম পরিচালনা করবেন। এক্ষেত্রে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ এবং সুপ্রিম কোর্ট কর্তৃক জারিকৃত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুসরণ করে তথ্য-প্রযুক্তি ব্যবহার করা হবে।
সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে সব ধরনের মামলা দায়ের করা যাবে। বিচারক শারীরিক উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম সম্পন্ন করবেন। ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তি/ব্যক্তিরা অধস্তন ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতিতে আত্মসমর্পণ আবেদন দাখিল করতে পারবেন।
কুষ্টিয়াতে আদালত ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালনা করতে যথাযথ প্রস্তুতি গ্রহন করা হয়েছে। অদালতের সূত্র সমুহ জানায় জেলা জজ আদালত ও জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
Leave a Reply