January 29, 2026, 12:44 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দুটি বন্দর দিয়ে চাল আসায় সরবরাহ বেড়েছে, কমতে শুরু করেছে দাম ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দ্রুত সম্পন্নের কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের কুমারখালীতে কথিত কিশোর গ্যাং ‘KBZ’-এর দুই সদস্যের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়া মডেল থানা থেকে ‘নিখোঁজ’ ১৭টি আগ্নেয়াস্ত্র, কে কি বলছেন রেকর্ড উৎপাদন, রেকর্ড মজুত—তবু চাল আমদানির দরজা খুলে রাখতে হয় সারা বছর বৃহত্তর কুষ্টিয়ার চার জেলায় ৪ সমাবেশ/নৈতিক পুনর্জীবন ও মনোভাব পরিবর্তনের আহ্বান জামাত আমীরের কম মেকআপে স্বাচ্ছন্দ্য—যে ১১টি গুণে আলাদা করে চেনা যায় এই নারীদের কুষ্টিয়ার ৪টি আসনে পোস্টাল ব্যালটে ভোট দিতে আগ্রহ ১৬ হাজার ছাড়াল ভারতের নতুন বার্তা: বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল ও সমৃদ্ধিশালী সম্পর্ক অব্যাহত রাখার প্রতি প্রতিশ্রুতি ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি বাড়ায় কমেছে গুঁড়া হলুদের দাম

কর্মশালায় ইবি ভাইস চ্যান্সেলর/নিজেদেরকে অর্থময় করে তুলতে যুগের সাথে নিজেকে গড়ে তুলতে হবে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের  ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেছেন দেশ অনেকদুর এগিয়ে গেছে। বাংলাদেশ এখন ডিজিটাল ধারনা থেকে স্মার্ট বাংলাদেশে রূপ নিতে চলেছে। এটা যুগের চাহিদা। এই যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে নিজেকে গড়ে তুলতে হবে।
প্রফেসর সালাম বিশ্ববিদ্যালয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক একটি দু’দিনের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন কালে এ কথা বলেন। ১১ ফেব্রæয়ারি প্রশাসন ভবনের সভাকক্ষে দু’দিনব্যাপি এ কর্মশালার উদ্বোধন করা হয়। ভাইস চ্যান্সেলর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
তিনি বলেন দক্ষতা বৃদ্ধির সবথেকে উত্তম পন্থা হলো প্রশিক্ষণ। তিনি বলেন পুঁথির বিদ্যা শুধু কলমে শেখায়। আর কর্মশালা হাতে কলমে শেখায়। তাই প্রশিক্ষনের কোন বিকল্প নেই।
ভাইস চ্যান্সেলর ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষিত জনবলের প্রয়োজন উল্লেখ করে বলেন সর্বোত্তম সেবা নিশ্চিত করাতে হলে জনবলকে প্রশিক্ষিত করতে হবে। তিনি বলেন একজন প্রশিক্ষিত কর্মীই সঠিকসময়ে সঠিক কাজটিসঠিকভাবে করতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান। ড. ফেরদৌস ভার্চূয়ালি অনুষ্টানে যোগ দেন।
ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন বিশ^বিদ্যালয়ের উন্নয়নে বর্তমান প্রশাসন সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আশা করেন প্রশিক্ষণলব্ধ জ্ঞান দিয়ে সবাই কাজে মনোনিবেশ করবেন এবং কাঙ্খিত লক্ষ্য অর্জনে ভুমিকা রাখবেন।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসানের সভাপতিত্বে কর্মশালায় রির্সোস পারসন হিসেবে উপস্থিত রয়েছেন ইউজিসি’র সিনিয়র সহকারী সচিব ও ফোকাল পয়েন্ট (এনআইএস) মামুন, ইউজিসি’র সিনিয়র সহকারী সচিব ও ফোকাল পয়েন্ট জহিরুল ইসলাম এবং ইউজিসি’র সিনিয়র সহকারী পরিচালক ও ফোকাল পয়েন্ট (ইনোভেশন) রবিউল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (প্রশাসন) ও এপিএ ফোকাল পয়েন্ট চন্দন কুমার দাস। ১১ ও ১২ ফেব্রæয়ারি দু’দিনব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন অফিস প্রধান এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
232425262728 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net