November 21, 2024, 12:23 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
প্রতিবছরের মতো এবছরও জাতীয় কবিতা উৎসবের আয়োজন করছে জাতীয় কবিতা পরিষদ। আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার সংলগ্ন চত্বরে ৩৬তম এই কবিতা উৎসবের আয়োজন করা হয়েছে। এবারের আয়োজনের স্লোগান ঠিক করা হয়েছে ‘যুদ্ধ গণহত্যা সহে না কবিতা’।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই উৎসবকে সফল করার জন্য ২৩টি উপকমিটি সংবলিত একটি উৎসব পরিষদ গঠন করা হয়েছে। কবি মুহাম্মদ সামাদকে উৎসব পরিষদের সভাপতি, কবি তারিক সুজাতকে সাধারণ সম্পাদক এবং কবি শিহাব সরকারকে আহ্বায়ক করা হয়েছে।
তারা আরও জানান, এবারের কবিতা উৎসব উৎসর্গ করা হয়েছে কবি আসাদ চৌধুরী, কবি মোহাম্মদ রফিক, কবি জাহিদুল হক, কবি বুলবুল মহলানবীশ ও কবি হানিফ খানকে। উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার কবিরা অংশ নেবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
Leave a Reply