August 19, 2025, 7:00 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আমদানি শুরুর পর দাম বাড়েনি পেঁয়াজের বেসরকারি পর্যায়ে ১০ লাখ টন ডাল ও চিনি আমদানি অনুমোদন কুষ্টিয়ায় কারাগারে হাজতির মৃত্যু কুষ্টিয়ায় পদ্মা ও গড়াইয়ে পানি কমলেও দৌলতপুরে অর্ধলক্ষ মানুষ পানিবন্দি কুষ্টিয়া শাহিন ক্যাডেট স্কুল/ ছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার কুষ্টিয়ায় বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল রেসিং খেলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু ঝিনাইদহে সীমান্ত অতিক্রমের অভিযোগে ১৭ জন আটক রাজশাহীতে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে কুষ্টিয়ায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র আনছিল সৌদি জাহাজ, ইতালিতে আটক

ডা. আকুল উদ্দিন কুষ্টিয়ার নতুন সিভিল সার্জন, চিকিৎসা সেবাই করে যেতে চান জীবনভর

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার চিকিৎসা পেশায় আরও একটি পরিচিত মুখ ডা. আকুল উদ্দিন। তিনি দীর্ঘ প্রায় ২৪ বছর ধরে তিনি চিকিৎসা সেবা দিয়ে চলেছেন। তার কর্মক্ষেত্রে তিনি নিষ্ঠা ও সততার জন্য সরকার কতৃক অর্জন করেছেন একাধিকবার জাতিয় পর্যায়ের পুরস্কার। গত ১৫ ফেব্রæয়ারি তিনি কুষ্টিয়া জেলার সিভিল সার্জন হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন। তার আগে তিনি ছিলেন রংপুরের সিভিল সার্জন। সামাজিক কর্মকান্ডেও ডা. আকুলের রয়েছে বিশেষ আগ্রহ। তিনি বলেন চিকিৎসা সেবা দিয়েই তিনি পার করতে চান জীবন। সাধারণ মানুষকে উত্তম সেবা দিতে পারাটাই তার আগ্রহের মূল জায়গা।
ডা. আকুল উদ্দিন কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মোঃ আকবর আলী ও মাতার নাম- আমেনা খাতুন।
তিনি খোকসা শোমসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ শুরু করেন এবং কৃতিত্বের সহিত পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হন এবং পরবর্তীতে ঐতিহ্যবাহী খোকসা বহুমুখী পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে থেকে মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন এবং কৃতিত্বের সাথে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। উচ্চ মাধ্যমিকে প্রথমে কুষ্টিয়া সরকারী কলেজে ভর্তি হলেও পরবর্তীতে বদলি হয়ে খোকসা কলেজ হতে কৃতিত্বের সহিত উত্তীর্ণ হন।
ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী ও বিনয়ী আকুল উদ্দিন ভর্তি হন রাজশাহী মেডিকেল কলেজে। তিনি সেখানের ৩১ তম ব্যাচের একজন ছাত্র। উক্ত কলেজ হতে তিনি এমবিবিএস ডিগ্রী অর্জন করেন।
তিনি ২১ তম বিসিএস’এ স্বাস্থ্য ক্যাডার উত্তীর্ণ হইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে ২০০৩ সালে যোগদান করে এই মহান পেশা দিয়ে কর্মজীবন শুরু করেন এবং একই প্রতিষ্ঠানে পরর্বীতে আবাসিক মেডিকেল অফিসার (জগঙ) হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
২০১৪ সালে পদোন্নতি প্রাপ্ত হয়ে টিএইচও হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র দৌলতপুর, কুষ্টিয়াতে যোগদান করেন এবং একই পদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমারখালী যোগদান করেন।
২০২৩ সালে পদোন্নতি প্রাপ্ত হয়ে সিভিল সার্জন হিসেবে জয়পুরহাট জেলায় যোগদান করেন এবং ১৫ ফেব্রæয়ারি তিনি কুষ্টিয়া জেলায় সিভিল সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
তিনি স্বাস্থ্য সেবার মান আরো উন্নত করার লক্ষ্যে দেশে বিদেশে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
তাঁর দীর্ঘ কর্মজীবনে স্বাস্থ্য সেবায় অসামান্য অবদান রাখায় পরপর চারবার জাতীয় পুরুস্কার হেলথ মিনিস্টার ন্যাশনাল এওয়ার্ড অর্জন করেন।
গরিব দুঃখী অসুস্থ্য মানুষের সেবক হিসেবে সর্বজন স্বীকৃত একজন মানবিক ডাক্তার হিসেবে তার পরিচিতি রয়েছে। অসংখ্য মানুষ তার কাছে বিনা অর্থে চিকিৎসা পেয়ে থাকেন।
ডা. আকুল দৈনিক কুষ্টিয়াকে জানান, চিকিৎমা সেবাই তার জীবনের ব্রত। মানুষকে চিকিৎসা সেবা দিয়েই তিনি জীবন কাটিয়ে দিতে চান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net