January 23, 2026, 6:48 am

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
নিরাপত্তা-সংকট ও সার্বিক পরিস্থিতি’র কথা উল্লেখ করে সারাদেশে ওয়াজ ও তাফসির মাহফিলে অংশগ্রহণ আপাতত বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। সেখানে তিনি লেখেন, ‘নিরাপত্তা-সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন স্থানে আমার নির্ধারিত ওয়াজ ও তাফসির মাহফিলের সব সূচি আজ থেকে স্থগিত ঘোষণা করছি। এ সিদ্ধান্তে কষ্ট পেয়েছেন—এমন আয়োজক ও ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। দোয়ায় রাখবেন।’
ভাইরাল ভিডিও, প্রতিবাদ ও মামলা/
সম্প্রতি আমির হামজার একটি পুরোনো বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর ও বিকৃত মন্তব্য করার অভিযোগ ওঠে। বিষয়টি ঘিরে কুষ্টিয়ায় বিক্ষোভ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়।
এ ঘটনার জেরে কুষ্টিয়া ও খুলনায় তার বিরুদ্ধে পৃথক মানহানির মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। যদিও বিতর্কিত বক্তব্যের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন আমির হামজা।
হত্যার হুমকির অভিযোগ/
এদিকে, আমির হামজার দাবি—ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে তাকে বিভিন্ন মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এই অভিযোগের প্রতিবাদে সোমবার বাদ আসর সদর উপজেলা জামায়াতের উদ্যোগে কুষ্টিয়ায় একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন জেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাশেম। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর ঘটনায় রাজনৈতিক অঙ্গনে শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
উত্তপ্ত রাজনৈতিক প্রেক্ষাপট/
একদিকে বিতর্কিত বক্তব্য, অন্যদিকে মামলা ও নিরাপত্তা শঙ্কা—সব মিলিয়ে আমির হামজাকে ঘিরে কুষ্টিয়াসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনীতিতে নতুন করে উত্তাপ সৃষ্টি হয়েছে। ওয়াজ ও তাফসির মাহফিল স্থগিতের ঘোষণাকে অনেকেই এই টানাপোড়েনের সরাসরি প্রতিফলন হিসেবে দেখছেন।