January 28, 2026, 9:05 am

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঢাকা: বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ককে কেন্দ্র করে নতুন বার্তা দিয়েছে ভারত। শনিবার (২৪ জানুয়ারি) ঢাকায় ভারতের প্রজাতন্ত্র দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি জানিয়েছেন, ভারত সব সময় একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপ্রিয় ও প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন করবে।
প্রণয় ভার্মা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় থেকে উভয় দেশের মধ্যে গড়ে ওঠা যৌথ ত্যাগ ও বন্ধনের ইতিহাস আমাদের সম্পর্ককে বিশেষ করেছে। সাহিত্য, সংগীত ও শিল্পকলার ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক ভালোবাসা ও ঐতিহ্যও সম্পর্ককে দৃঢ় করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের মতো দিকপioneerদের রচনা থেকে শুরু করে নৃত্য, নাটক ও চলচ্চিত্র—সবই দুই দেশের জনগণের মধ্যে গভীর সাংস্কৃতিক সংযোগ প্রতিষ্ঠা করেছে।
তিনি আরও উল্লেখ করেন, বছরের পর বছর ধরে সংযুক্তি ও অর্থনৈতিক সম্পর্ক দ্রুত বৃদ্ধি পেয়েছে। ভারত থেকে বাংলাদেশে উচ্চগতির ডিজেল পরিবহনের জন্য পাইপলাইন, ভারত ও নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের আন্তঃসীমান্ত লাইন—এগুলোই অংশীদারিত্বের উদাহরণ। বাংলাদেশি তৈরি পোশাক ও ফার্মাসিউটিক্যাল খাতকে শক্তিশালী করা, অর্থনৈতিক সহযোগিতা ও নির্ভরশীলতার সুফল—সবই প্রমাণ করে দুই দেশের অংশীদারিত্ব কার্যকর।
ভার্মা বলেন, “ভবিষ্যতের সহযোগিতা আমাদের যৌথ অগ্রগতি ও সমৃদ্ধির ভিত্তি হবে। এই অংশীদারিত্ব নির্ভর করবে বিশ্বাস, উদ্ভাবন, প্রযুক্তি, পারস্পরিক সুবিধা ও সংবেদনশীলতার ওপর।”
তিনি আরও যোগ করেন, তরুণ ও উদ্ভাবনী জনগোষ্ঠীর নেতৃত্বে ভারত ও বাংলাদেশ একে অপরের টেকসই প্রবৃদ্ধি ও আঞ্চলিক সংহতির ভিত্তি হিসেবে কাজ করতে সক্ষম। একই সঙ্গে উভয় দেশ যৌথ ডিজিটাল ইকোসিস্টেম, জ্বালানি করিডোর ও পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করতে পারে।
প্রণয় ভার্মা সমাপনীতে বলেন, “আমরা বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বকে মূল্যায়ন করছি এবং তাদের শান্তি, সমৃদ্ধি ও সফলতার জন্য শুভকামনা জানাচ্ছি।”
অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খানও বক্তব্য দেন।