January 23, 2026, 8:13 am

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বিচারপ্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ ও সহজ করতে বাংলাদেশে ডিজিটাল জামিননামা (ইবেইলবন্ড) সেবা সম্প্রসারণ করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে এই সেবা উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।
নতুন এই সেবার আওতায় মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় এখন থেকে অনলাইনের মাধ্যমে জামিননামা দাখিল করা সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন,
“আগে একজন আসামিকে জামিন পেতে ১০ থেকে ১২টি ধাপ অতিক্রম করতে হতো। এতে সময় ও অর্থ দুটোই ব্যয় হতো। অনেক ক্ষেত্রে আসামিদের কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত অপেক্ষা করতে হতো। নতুন ইবেইলবন্ড সেবার মাধ্যমে অনলাইনে জামিননামা দাখিল করা সম্ভব হবে এবং এক ঘণ্টার মধ্যে বন্দির মুক্তি নিশ্চিত করা যাবে।”
তিনি আরও বলেন, ডিজিটাল ব্যবস্থায় কে কখন জামিননামায় স্বাক্ষর করেছেন—সবকিছু স্বচ্ছভাবে রেকর্ড থাকবে। এতে ইচ্ছাকৃতভাবে প্রক্রিয়া দীর্ঘায়িত করার সুযোগ থাকবে না।
আইন মন্ত্রণালয় জানায়, বিচার ব্যবস্থা আধুনিকীকরণ এবং বিচারপ্রার্থী মানুষের ভোগান্তি কমানোর লক্ষ্যেই প্রচলিত কাগজভিত্তিক জামিননামার পরিবর্তে এই ডিজিটাল সেবা চালু করা হয়েছে। এর ফলে বিচারপ্রার্থী, কারা কর্তৃপক্ষ এবং আইনজীবীদের সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে।
প্রথম ধাপে, গত বছর ১৫ অক্টোবর নারায়ণগঞ্জ জেলায় পরীক্ষামূলকভাবে ইবেইলবন্ড কার্যক্রম শুরু হয়। সেখানে সফল বাস্তবায়নের পর এবার আরও আট জেলায় এই ডিজিটাল সেবা সম্প্রসারণ করা হলো।
আইনমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, দেশের সকল জেলায় ধাপে ধাপে এই সেবা চালু হলে, বিচারপ্রক্রিয়া দ্রুত, নির্ভুল ও আরও মানুষের জন্য সহজতর হবে।