
হুমায়ুন কবির, খোকসা/
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনায় কুষ্টিয়ার খোকসা উপজেলায় এবছর বাম্পার সূর্যমুখীর আবাদ হয়েছে। ২০২০-২০২১ অর্থবছরের রাজস্ব খাতে বরাদ্দ কৃষকদের মাঝে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনায় সূর্যমুখীর বীজ ও রাসায়নিক অজৈব সার বিনামূল্যে বিতরণ করায় উপজেলার ২৮ টি কৃষি ব্লকে সাড়ে ৫ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের আবাদ হয়েছে।
ভোজ্যতেলের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে কৃষকরা তাদের নিজেদের চাহিদা পূরণে এবার নিজ উদ্যোগে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনায় সূর্যমুখীর আবাদ হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা।
উপজেলার নিশ্চিন্তে বাড়িয়ার কৃষক নাজমুল হাসান জানান তিনি ৪০ শতাংশ জমিতে সূর্যমুখী ফুলের আবাদ করেছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনার বীজ সার ও প্রশিক্ষণ লব্ধ জ্ঞান দিয়ে এবার সূর্যমুখীর বাম্পার ফলনের আশা করছেন। একই গ্রামের কৃষক হামিদুর রহমান প্রণোদনার বিচার নিয়ে সূর্যমুখীর আবাদ করেছেন।
এছাড়াও উপজেলার গোপগ্রাম ইউনিয়নের খোদ্দসাধুয়া গ্রায়ের ইসলাম প্রামানিক ৪০ শতাংশ জমিতেও অনুরূপ সূর্যমুখী ফুলের আবাদ করেছেন। উপজেলার জানিপুর ইউনিয়নের একতারপুর গ্রামে কৃষক নাজমুল হাসান অনুরূপ সূর্যমুখীর আবাদ করেছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সূর্যমুখীর বীজের জাত RDS – ২৭৫, কৃষকরা এ বীজ রোপন করেছেন ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছিলেন আবহাওয়া অনুকূলে থাকা ও কৃষকদের মাঝে প্রণোদনার বীজ- সার নির্ধারিত সময়ে সরবরাহ করা এবং কৃষকরা অধিক পরিচর্যা করায় এবারের সূর্যমুখীর ফলন ভালো হবে।
তবে উপজেলায় সূর্যমুখীর আবাদ বাম্পার হওয়ায় আশা করা যাচ্ছে ভোজ্যতেলের অনেকটাই চাহিদা লাভ হবে বলে মনে করছেন স্থানীয় কৃষক ও অভিজ্ঞ মহল।
Leave a Reply