December 27, 2024, 4:18 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। সংঘর্ষে জড়িতরা সবাই আওয়ামী লীগের নেতা কর্মী।
উপজেলার তিতুদহ সেন্টারপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের কর্মী-সমর্থকরা নির্বাচনী শোডাউন শেষে তিতুদহ সেন্টারপাড়ায় অবস্থান নেন। এসময় তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকার প্রার্থী শুকুর আলীর লোকজন প্রতিপক্ষের কর্মী-সমর্থকদের ওপর ধারালো ছুরি ও লাঠি নিয়ে অতর্কিত হামলা চালায়। ছুরিকাঘাতে আহত হন তিতুদহ ইউনিয়ানের নুরুল্লাপুর গ্রামের তসলিম উদ্দিন। এছাড়াও একই গ্রামের মিঠু, আব্দুল লতিফসহ আরও পাঁচজন আহত হন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আহসানুল হক বলেন, তসলিমের তলপেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রক্তক্ষরণ হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবির বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply