November 11, 2025, 7:28 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আইনশৃঙ্খলা স্থিতিশীল হলে পুনরায় চালু হবে ভারত-বাংলাদেশ আন্তঃদেশীয় ট্রেন ‘অপারেশন ফার্স্ট লাইট’: পদ্মার চরে চার জেলায় ১,৫০০ পুলিশ সদস্যের বিশেষ অভিযান পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আমদানির সুপারিশ ট্যারিফ কমিশনের কুষ্টিয়ায় আবারও ডিসি পরিবর্তন/ ইকবাল হোসেন আসছেন নতুন জেলা প্রশাসক হিসেবে পাখির খাদ্যের আড়ালে পাকিস্তান থেকে আমদানি করা হলো ২৪,৯৬০ কেজি পপি সিড দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে শীতের আগমন, প্রথম শৈত্যপ্রবাহ আসবে ডিসেম্বরে নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা স্থিতিশীল হবে: সেনাবাহিনী অনার্স ও ডিগ্রি পাস কোর্স/ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর শূন্য থাকে লক্ষাধিক আসন কুষ্টিয়ার ৪টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা গোয়ালন্দে শাটল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

ঝিনাইদহে ইসলামিক ফাউন্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামিক ফাউন্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফা ঝিনাইদহের উদ্যোগে মঙ্গলবার নানা কর্মসূচী পালিত হয়েছে।
নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত কর্মসূচীর মধ্যে ছিল কুরআন খতম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
ইফা ঝিনাইদহ এর উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক এডভোকেট আমির হোসেন মালিতা ও বাংলাদেশ আওয়ামী লীগ ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র ঝিনাইদহ পৌরসভা সাইদুল করিম মিন্টু । আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার জাতীয় ইমাম সমিতির সভাপতি ও পুরাতন ডিসি কোট জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মাদুল্লাহ ও ঝিনাইদহ ভুটিয়ারগাতি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দীক।
স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ এর ফিল্ড অফিসার জনাব মিজানুর রহমান।
অথিতিবৃন্দ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ২২ শে মার্চ ইসলাম প্রচার ও প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এছাড়াও বাংলাদেশ সিরাত মজলিস প্রতিষ্ঠা , হজ পালনের জন্য সরকারি অনুদানের ব্যবস্থা সমুদ্রপথে হজযাত্রীদের জন্য জাহাজ ক্রয়, মাদ্রাসা শিক্ষা বোর্ড পূর্ণ:গঠন , বেতার ও টিভিতে কোরআন তেলাওয়াত প্রচার, মদ জুয়া হাউজি ও অসামাজিক কার্যকলাপ নিষিদ্ধ এবং শাস্তির বিধান ঘোড়দৌড় প্রতিযোগিতা নিষিদ্ধকরণ, বিশ্ব ইজতেমার জন্য টঙ্গীতে সরকারি জায়গা বরাদ্দ, কাকরাইল মারকাজ মসজিদের সমপ্রসারণের জন্য জমি বরাদ্দ, তাবলীগ জামাতের ব্যবস্থা, ওআইসি সম্মেলনে যোগদান এবং মুসলিমদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনসহ ইসলামের অনেক খেদমতে কাজ করে গেছেন।
তারা বলেন বর্তমানে প্রধানমন্ত্রী নিজস্ব অর্থায়নে বাংলাদেশের ৬৪ টি জেলা ৫৬০ টি মডেল মসজিদ ইসলামী সংস্কৃতি কেন্দ্র স্থাপন, কওমী শিক্ষার্থীদের সনদের সরকারি স্বীকৃতি প্রদান ,ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা, হজ ব্যবস্থাপনার আধুনিকায়ন , আল কুরআন ডিজিটাইলেশনসহ ইসলামের জন্য অনেক কাজ করে যাচ্ছেন । এরই মধ্যে পঞ্চাশটি মসজিদ উদ্বোধন করা হয়েছে। অবশিষ্ট মসজিদগুলো দ্রুত কাজ শেষ হবে।
তারা মনে করেন এই মডেল মসজিদের মাধ্যমে অনেক ইমাম ও মুয়াজ্জিনের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সম্মেলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফেরাত ,দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net