February 11, 2025, 4:13 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
শেষ হয়েছে ঘটনা বহুল একটি বছর। আজ থেকে শুরু হবে নতুন একটি বছরের। পুরানো সবকিছুকে ফেলে দুঃখ দুর্দশা ভুলে নতুন উদ্যোমে, নতুন প্রত্যাশায় নতুন বছরকে সাথে নিয়ে শুরু হবে বছরের পথচলা।
বিশ^জুড়েই অস্থিরতা, যুদ্ধ-বিগ্রহ, অর্থনৈতিক মন্দা প্রভৃতি নিয়েই খ্রিষ্টীয় বছর-২০২৫ সারা বিশ^জুড়েই উদযাপিত হচ্ছে। কোথাও মানুষ নিরবিচ্ছন্নভাবে ভালো নেই। তারপরও কেউ বসে নেই ; বসে থাকে না। বিশ্বের ৮০০ কোটি নানা বর্ণের-ধর্মের-সংস্কৃতির মানুষ নানা অঙ্গীকার, নানা প্রত্যাশা ও নানা সম্ভাবনা নিয়েই বুক বাঁধবে নতুন করে।
বাংলাদেশের ১৮ কোটি মানুষও নতুন বছরে প্রত্যাশা বাঁধবে সামনে এগিয়ে যাওয়ার। চারিদিকে অন্তহীন সব সমস্যা। স্বাধীনতার ৫৩ বছরেও নানা কুটতর্ক-বির্তক দেশকে নানাভাবে টেনে রেখেছে পেছনে। দেশের মানুষ এসবে একেবারে নাজেহাল। কিন্তু নিরুপায়।
এরমধ্যেই দেশে পরিবতন এসেছে ক্ষমতা কাঠামোর। এই পরিবর্তন এখন নতুন সম্ভাবনা হয়ে দেখা দিয়েছে। কিন্তু এরমধ্যে প্রচুর চ্যালেঞ্জ রয়েছে। যে প্রত্যাশা নিয়ে ক্ষমতা কাঠামোয় পরিবর্তন এসেছে সেখান থেকে এ চ্যালেঞ্জ উতরানোই এখন বড় কথা। সবথেকে বড় চ্যালেঞ্জটি হলো একটি সুষ্ঠু ভোট। যে কাঙ্খিত ভোট থেকে মানুষকে, দেশকে দীর্ঘদিন দুরে রাখা হয়েছিল। বারবার ভোটারবিহীন নির্বাচন করে দেশ থেকে রাজনৈতিক সংস্কৃতিকে বিদায় দিয়ে দেয়া হয়েছিল, হত্যা করা হয়েছিল গনতন্ত্রকে। রাজনীতিতে পূর্নবাসন করা হয়েছিল একশ্রেণীর লুটেরাদের। রাজনীতিতে অনুপ্রবেশ করানো হয়েছিল দালাল-মধ্যসত্বভোগীদের। যারা রাজনীতির নামে দেশেকে লুটেপুটে খেয়ে আসছিল।
সেখান থেকে ছাত্র-জনতার এক অভাবনীয় আন্দোলনে স্বৈরশাসক উৎখাত হয়ে যায়। স্বাধীনতার নেতৃত্বদানকারী আওয়ামী লীগ দলের এই ধরনের পতন বিশ^জুড়েই একটি বিশাল প্রশ্ন হয়ে দেখা দেয়। মনে করা হয় দলটির উপর থেকে নিজ পর্যন্ত যোগ্য সৎ, গ্রহনযোগ্য নেতৃত্বের অভাব ছিল। গনতান্ত্রিক চর্চার জায়গায় দলটি দূবৃত্ততোষণ করে আসছিল।
সেই দূবৃত্ত তাড়াতে উৎখাতে অসংখ্য মানুষের তাজা প্রাণ ঝরেছে। সেই প্রাণের বিনিময়ে দেশে নতুন সম্ভবনা তৈরি হয়েছে যেখানে দাঁড়িয়ে মনে করা হচ্ছে রাজনীতি আবার তার সঠিক পথ খুঁজে পাবে। দেশে ভোট হবে, গনতন্ত্র ফিরবে। দেশ খুঁজে পাবে সঠিক পথ।
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
Leave a Reply