May 9, 2025, 5:56 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজারে ইসলামী ব্যাংকের দারিয়াপুর বাজার এজেন্ট ব্যাংকের ভল্ট ভেঙে ছয় লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা লুটের ঘটন্ াঘটেছ্ ে
বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় চুরির এ ঘটনা ঘটে।
দরিয়াপুর এজেন্ট শাখার ইনচার্জ আব্দুল গাফফার জানান, প্রতিদিনের মতো ক্যাশে থাকা টাকা ভল্টে রেখে তালা দিয়ে তারা অফিস ত্যাগ করেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে অফিস সহকারী অফিস খুলে দেখতে পান ভল্টের তালা ভাঙা।
ভবনের জানানার গ্রিল কেটে ব্যাংকে ঢুকে লুটেরারা।
গাফ্ফার জানান, ভল্টে রেখে যাওয়া ছয় লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা লুট হয়েছে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিয়টি খতিয়ে দেখা হয়েছে। ব্যঅংক কর্তৃপক্ষের নিকট থেকে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply