January 28, 2026, 6:45 am

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের জন্য দেশ ও বিদেশ মিলিয়ে মোট ১৬ হাজার ২৪১ জন ভোটার ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন।
রবিবার বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের তৃতীয় তলার অডিটরিয়ামে প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে পোস্টাল ব্যালটের ব্যালট বাক্স সিলগালা করা হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইকবাল হোসেন জানান, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিদেশ থেকে ১ হাজার ১৫১ জন এবং দেশ থেকে ২ হাজার ৪৪৪ জন,, কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা) আসনে বিদেশ থেকে ২ হাজার ১০৯ জন ও দেশ থেকে ২ হাজার ৫৩৪ জন,, কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিদেশ থেকে ১ হাজার ৩৯১ জন এবং দেশ থেকে ২ হাজার ২৬১ জন,, কুষ্টিয়া-৪ (কুমারখালী–খোকসা) আসনে বিদেশ থেকে ১ হাজার ৪৫ জন ও দেশ থেকে সর্বাধিক ৩ হাজার ৩০৬ জন ভোটার পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছেন।