January 28, 2026, 8:12 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুমারখালীতে কথিত কিশোর গ্যাং ‘KBZ’-এর দুই সদস্যের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়া মডেল থানা থেকে ‘নিখোঁজ’ ১৭টি আগ্নেয়াস্ত্র, কে কি বলছেন রেকর্ড উৎপাদন, রেকর্ড মজুত—তবু চাল আমদানির দরজা খুলে রাখতে হয় সারা বছর বৃহত্তর কুষ্টিয়ার চার জেলায় ৪ সমাবেশ/নৈতিক পুনর্জীবন ও মনোভাব পরিবর্তনের আহ্বান জামাত আমীরের কম মেকআপে স্বাচ্ছন্দ্য—যে ১১টি গুণে আলাদা করে চেনা যায় এই নারীদের কুষ্টিয়ার ৪টি আসনে পোস্টাল ব্যালটে ভোট দিতে আগ্রহ ১৬ হাজার ছাড়াল ভারতের নতুন বার্তা: বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল ও সমৃদ্ধিশালী সম্পর্ক অব্যাহত রাখার প্রতি প্রতিশ্রুতি ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি বাড়ায় কমেছে গুঁড়া হলুদের দাম ৩৪ বছরে পদার্পণ উদযাপন/ সততা ও নিষ্ঠার সঙ্গে দৈনিক কুষ্টিয়ার পথচলা অব্যাহত থাকুক বিশ্বকাপ থেকে বাংলাদেশের ছিটকে পড়া: আইসিসির অবস্থান ও ভবিষ্যৎ প্রভাব

৩৪ বছরে পদার্পণ উদযাপন/ সততা ও নিষ্ঠার সঙ্গে দৈনিক কুষ্টিয়ার পথচলা অব্যাহত থাকুক

মিথোস আমান/
জেলার প্রচারসংখ্যার শীর্ষে থাকা সত্যের মুখপত্র দৈনিক কুষ্টিয়া—সততা, নিষ্ঠা ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে তার পথচলা অব্যাহত রাখুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বক্তারা। অপসাংবাদিকতার ভিড়ে গতানুগতিক ধারার বাইরে গিয়ে কুষ্টিয়ার সাংবাদিক, প্রতিনিধি ও সংশ্লিষ্টদের নিয়ে যে ত্যাগ ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত পত্রিকাটি স্থাপন করে চলেছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
দৈনিক কুষ্টিয়ার ৩৪ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, বর্তমানের সংঘাতপূর্ণ ও চ্যালেঞ্জিং সময়ে কথিত সাংবাদিকতার ভিড়ে কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক কুষ্টিয়া যে ইতিবাচক ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলেছে, তা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখছে। তারা আরও বলেন, গর্ব করে বলার মতো একটি পত্রিকার নাম দৈনিক কুষ্টিয়া—যার সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে অসততার কোনো রেকর্ড নেই। এমন একটি নির্ভীক ও আদর্শিক সংবাদপত্রের নেতৃত্বে রয়েছেন দেশের খ্যাতিমান লেখক, গবেষক ও সমাজকর্মী ড. আমানুর আমান। বক্তারা বিশ্বাস প্রকাশ করে বলেন, এভাবেই সততা ও নিষ্ঠার সঙ্গে দৈনিক কুষ্টিয়া তার পথচলা অব্যাহত রাখবে।
শনিবার (২৪ জানুয়ারি) শহরের অভিজাত খেয়া রেস্তোরাঁয় অনুষ্ঠিত দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক কুষ্টিয়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমান।
দৈনিক কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সম্পাদক এস. এম. শামীম রানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা সম্পাদক শাহনাজ আমান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান মাহমুদ বান্না, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও চেতনায় কুষ্টিয়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাহাঙ্গীর হোসেন জুয়েল, কুমারখালি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক কুষ্টিয়ার সহকারী সম্পাদক বকুল চৌধুরী, সহকারী সম্পাদক ইমরান উদ্দিন আহমদ এবং নির্বাহী সম্পাদক আলী আহসান মুজাহিদ।
দৈনিক কুষ্টিয়ার সম্পাদক সংক্ষিপ্ত বক্তব্যে সবাইকে দৈনিক কুষ্টিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের দিন। দীর্ঘ ৩৪ বছর ধরে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধকে পাথেয় করে দৈনিক কুষ্টিয়া তার পথচলা অব্যাহত রেখেছে। এই পথচলা কখনো সহজ ছিল না। নানা প্রতিকূলতা, চ্যালেঞ্জ ও চাপের মধ্যেও আমরা সত্যের পক্ষে থাকার চেষ্টা করেছি—এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।
ড. আমান বলেন, তিনি বিশ্বাস করেব, সাংবাদিকতা শুধু পেশা নয়—এটি একটি সামাজিক দায়িত্ব।
“অপসাংবাদিকতার এই সময়ে দাঁড়িয়ে আমরা যদি মানুষের কথা, সমাজের কথা এবং সত্যের কথা বলার সাহস রাখি, তাহলেই আমাদের এই দীর্ঘ পথচলার সার্থকতা মিলবে,” তিনি বলেন।
তার মতে, আজকের এই অবস্থানে পৌঁছাতে পত্রিকার  সাংবাদিক, প্রতিনিধি, কর্মী এবং সর্বোপরি পাঠকদের অবদান অপরিসীম।
 তিনি বলেন, আপনাদের ভালোবাসা ও বিশ্বাসই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।
আসুন, আমরা সবাই মিলে অঙ্গীকার করি—
সত্য, ন্যায় ও মানবিক সাংবাদিকতার পথে দৈনিক কুষ্টিয়া যেন আগামীতেও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যায়।
সবার জন্য শুভকামনা।
এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা-সংগঠক, কুষ্টিয়া পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক (অপারেশন) ও অধ্যক্ষ ড. সামসুজ্জামান, স্বনামধন্য লেখক শাহিদা পারভীন রেখা, দৈনিক কুষ্টিয়ার স্টাফ করেসপনডেন্ট (ভেড়ামারা) আব্দুল আলিম, হুমায়ুন কবীর (খোকসা), বার্তা সম্পাদক কুদরত উল্লাহ, নাজমুল ইসলাম (দৌলতপুর), সাঈদ হাসান, (মেহেরপুর জেলা), খাইরুল ইসলাম নিরব (ঝিনাইদহ জেলা), সার্কুলেশন ম্যানেজার মুক্তার হোসেন, স্টাফ করেসপনডেন্ট তানভীর আহমেদ, জিয়ারুল ইসলাম, মেহেরাব হোসেন মুশফিক, ইদ্রিস আলী, খন্দকার নাইম উদ্দিন (মিরপুর), হাসানুজ্জামান লিংকন এবং কুমারখালি প্রতিনিধি সাকিব আল হাসান (কুমারখালি)।
অনুষ্ঠানের শুরুতে প্রথম পর্বের প্রতিনিধি সম্মেলনে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন দৈনিক কুষ্টিয়ার সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর ড. আমানুর আমান, ভারপ্রাপ্ত সম্পাদক এস. এম. শামীম রানা, নির্বাহী সম্পাদক আলী আহসান মুজাহিদসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ। এ সময় প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলের মাঝে পত্রিকার আইডি কার্ড বিতরণ করা হয় এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে কেক কেটে দৈনিক কুষ্টিয়ার ৩৪ বছরে পদার্পণ উদযাপন করা হয়।
এ সময় দৈনিক কুষ্টিয়ার প্রতিনিধিবৃন্দ, সুধীজন ও পত্রিকার একাধিক পাঠক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net