January 28, 2026, 8:07 am

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘KBZ’-এর দুই সদস্যের বাড়ি থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অভিযানে যাদের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে তারা হলেন—আসিফ উদ্দিন (২৫), পিতা: মৃত মহির উদ্দিন, গ্রাম: ফুলতলা, পোস্ট: কয়া এবং আশিক মালিথা (২৬), পিতা: আজাদ মালিথা (৫০), গ্রাম: পশ্চিম কয়া, পোস্ট: কয়া। উভয়ের উপজেলা কুমারখালী, জেলা কুষ্টিয়া।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, অভিযানে আসামিদের নিজ নিজ বসতবাড়ি তল্লাশি করে একাধিক ধারালো ও আঘাতসৃষ্টিকারী অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে চারটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, একটি বড় ছুরি, একটি ছোট ছুরি, একটি লোহার বাটন (লোহার লাঠি), একটি স্টিলের বড় লাঠি এবং একটি বর্ষা।
প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলো এলাকায় ভয়ভীতি প্রদর্শন, আধিপত্য বিস্তার এবং সংঘর্ষে ব্যবহারের জন্য মজুত রাখা হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, আসামিদ্বয় কিশোর গ্যাং KBZ’-এর সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, সম্প্রতি এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিল। উদ্ধার হওয়া অস্ত্রগুলো সেই আশঙ্কাকেই আরও স্পষ্ট করেছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারকৃত অস্ত্রগুলোর উৎস ও গ্যাংয়ের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত জোরদার করা হয়েছে।