January 29, 2026, 2:19 pm

শাহনাজ আমান/
কুষ্টিয়া-৩ (সদর) আসনের নির্বাচনী প্রচারে এবার এক ব্যতিক্রমী ও নজরকাড়া চিত্র উঠে এসেছে। বিএনপি মনোনীত প্রার্থী জাকির হোসেন সরকারের পক্ষে সরাসরি ভোট চাইতে দেখা যাচ্ছে তার চীনা স্ত্রী ওয়াং লিনাকে। নির্বাচনী মাঠে একজন বিদেশি নাগরিকের এমন সক্রিয় অংশগ্রহণ স্থানীয় রাজনীতিতে ভিন্নমাত্রা যোগ করেছে। স্বামীর সঙ্গে প্রচারণায় অংশ নিয়ে তিনি ভাঙা ভাঙা বাংলা ভাষায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান, যা উপস্থিত ভোটারদের দৃষ্টি কাড়ে।
তার এই বক্তব্য ও প্রচারণার মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। কেউ বিষয়টিকে প্রচারের নতুন কৌশল হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে নির্বাচনী প্রচারে একটি ব্যতিক্রমী ও কৌতূহলোদ্দীপক ঘটনা হিসেবে উল্লেখ করছেন। ফলে কুষ্টিয়ার এই আসনের প্রচারণা স্থানীয় গণ্ডি পেরিয়ে অনলাইন প্ল্যাটফর্মেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়ার আব্দালপুর এলাকায় নারীদের নিয়ে আয়োজিত একটি উঠান বৈঠকে অংশ নেন ওয়াং লিনা। সেখানে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। ওই ঘটনার ৫৮ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে প্রকাশ করেন জাকির হোসেন সরকার, যা দ্রুত ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, বাংলায় পুরোপুরি সাবলীল না হলেও আন্তরিক ও আবেগপূর্ণ ভঙ্গিতে স্বামীর জন্য ভোট চান ওয়াং লিনা। ভাঙা ভাঙা বাংলায় দেওয়া তার কথায় ছিল স্পষ্ট সমর্থন ও প্রচারের বার্তা। নির্বাচনী প্রচারে একজন বিদেশি স্ত্রীর এমন সরাসরি ও প্রকাশ্য অংশগ্রহণ স্থানীয় ভোটারদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
জাকির হোসেন সরকার কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় রাজনীতিতে সক্রিয় এবং সংগঠক হিসেবে পরিচিত। ২০১৪ সালে বিএনপির দলীয় সমর্থনে তিনি কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।