December 6, 2024, 10:26 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।
বুধবার দুপুরে অভিযান চালিয়ে কার্পাসডাঙ্গার ভূমিহীন পাড়ায় সরকারি জমি থেকে ৩১টি বাঁশের তৈরি দোকান ঘর উচ্ছেদ করে দামুড়হুদা উপজেলা প্রশাসন।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান জানান,কার্পাসডাঙ্গার ভূমিহীন পাড়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে প্রায় ৩ বিঘা সরকারি জমি জবর দখল করে বাঁশের তৈরি ৫১টি দোকান ঘর নির্মাণ করে কিছু প্রভাবশালী ব্যক্তি। গেল বৃহস্পতিবার বিকেলে ওই সব অবৈধ স্থাপনা সরিয়ে ফেলতে তাদের তিন দিনের সময় বেঁধে দেয়া হয়। কিন্তু প্রশাসনের নির্দেশ অমান্য করে ওই সব অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি তারা। পরে আজ দুপুরে অভিযান চালিয়ে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আরও ২০ টি দোকান রয়েছে। আগামী ১৭ জানুয়ারির মধ্যে তা সরিয়ে নিতে বলা হয়েছে। ভবিষ্যতে আবার এ ধরণের কাজ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। অভিযানে সহযোগীতা করে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ।
Leave a Reply