February 6, 2023, 6:09 am
সাদিক হাসান রহিদ /
কুষ্টিয়াতে স্বপ্ন প্রয়াস যুব সংস্থা’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
স্বপ্ন প্রয়াস যুব সংস্থা’র প্রধান কার্যলয়ে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর উদ্ধোধন করেন স্বপ্ন প্রয়াস যুব সংস্থা’র প্রধান উপদেষ্টা লেখক ও গবেষক, সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার চেয়ারম্যান, দৈনিক কুষ্টিয়া ও দি কুষ্টিয়া টাইমস এর সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি গার্লস কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক অজয় মৈত্র, সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়ক ও উৎসর্গ ফাউন্ডেশনের কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক মোঃ মুহাইমিনুর রহমান পলল,
কালপুরুষ এর যুগ্ম আহবায়ক শিমুল বিশ্বাস ও কাজী মুনজেরিন রহমান।
স্বপ্ন প্রয়াস যুব সংস্থা’র নিবাহী পরিচালক সাদিক হাসান রহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্থা’র প্রধান উপদেষ্টা বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান বলেন এই ছোট সামাজিক সংগঠনের ছেলেমেয়েরা নিজেদের জমানো টাকায় মানবতার কল্যাণে কাজ করে। অসুস্থ্যদের পাশে দাঁড়ায়, শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে। আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো: দেলোয়ার হোসেন সৈকত, সহ সভাপতি ফারছা নাহার নৌশি, কোষাধ্যক্ষ উজ্জ্বল শেখ,ফিল্ড এসোসিয়েট মেহেরাব হাসান মুশফিক, উপদেষ্টা সদস্য আসিফ মুতবা, তানজিল,সাব্বির, চমক,ওমর,শোভন,সাইম,রাব্বি সহ অন্যান্য সদস্যরা। আরো ছিলেন সামাজিক সংগঠন ইয়ুথ পাওয়ার কমিউনিটি কুষ্টিয়া এর সাধারণ সম্পাদক জারিফ,যুগ্ন সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল আহাদ,সহ সভাপতি শাহরিয়ার নাফিজ।
প্রসঙ্গত, কুষ্টিয়ায় স্বপ্ন প্রয়াস যুব সংস্থা একটি সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ে, এবং একটি মানব কল্যাণমুখী সামাজিক সংগঠন হিসেবে দীর্ঘ ৩ বছর ধরে কাজ করে আসছে।
Leave a Reply