November 11, 2025, 7:16 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আইনশৃঙ্খলা স্থিতিশীল হলে পুনরায় চালু হবে ভারত-বাংলাদেশ আন্তঃদেশীয় ট্রেন ‘অপারেশন ফার্স্ট লাইট’: পদ্মার চরে চার জেলায় ১,৫০০ পুলিশ সদস্যের বিশেষ অভিযান পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আমদানির সুপারিশ ট্যারিফ কমিশনের কুষ্টিয়ায় আবারও ডিসি পরিবর্তন/ ইকবাল হোসেন আসছেন নতুন জেলা প্রশাসক হিসেবে পাখির খাদ্যের আড়ালে পাকিস্তান থেকে আমদানি করা হলো ২৪,৯৬০ কেজি পপি সিড দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে শীতের আগমন, প্রথম শৈত্যপ্রবাহ আসবে ডিসেম্বরে নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা স্থিতিশীল হবে: সেনাবাহিনী অনার্স ও ডিগ্রি পাস কোর্স/ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর শূন্য থাকে লক্ষাধিক আসন কুষ্টিয়ার ৪টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা গোয়ালন্দে শাটল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

মধ্যপ্রাচ্যের সব দেশ ভ্রমণে এক ভিসা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
পর্যটক আকর্ষণ বাড়াতে মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ এক নতুন উদ্যোগের কথা চিন্তা করছে। তারা পর্যটকদের জন্য একটি আঞ্চলিক শেনজেন-স্টাইল ভিসা চালু করার পরিকল্পনা পর্যালোচনা করছে। দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, ওমান ও কাতার।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অনুষ্ঠিত অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেট (এটিএম) শীর্ষক পর্যটন মেলায় বক্তব্য দেওয়ার সময় মন্ত্রী ফাতিমা আল-সাইরাফি এ তথ্য জানান। তিনি বলেন, উপসাগরীয় দেশগুলোতে কীভাবে একীভূত একক ভিসা চালু করা যায়, সেটি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।
সভায় সৌদি পর্যটন কর্তৃপক্ষের সিইও ফাহদ হামিদাদ্দিন এই পরিকল্পনা সম্পর্কে বলেন, এই ভিসা ব্যবস্থা গ্রহণ করা হলে ভবিষ্যৎ পর্যটকেরা একটি অঞ্চলের একাধিক দেশে ভ্রমণের দিকে ঝুঁকবে। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আগামীর ভ্রমণকারীরা সর্বদা একাধিক বিরতি, রুট এবং অঞ্চলের দিকে নজর রাখবে।’
বাহরাইন ও সৌদি আরবের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে সংযুক্ত আরব আমিরাতের অর্থ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি আবদুল্লাহ আল-সালেহ বলেন, সমগ্র উপসাগরীয় অঞ্চলের প্রবৃদ্ধির স্বার্থে একটি আমব্রেলা (একক) প্রবিধান, নীতি এবং পদ্ধতির প্রয়োজন। এতে সবাই উপকৃত হবে।
আবদুল্লাহ আল-সালেহ আরও বলেন, ‘জিসিসিভুক্ত দেশগুলো বিশ্বাস করে, তারা যদি এই অঞ্চলে আসা দর্শনার্থীদের বিশেষ করে দূর-দূরান্তের দর্শনার্থীদের জন্য একটি ভালো অভিজ্ঞতা নিশ্চিত করতে পারে। তবে, মানুষ একটি দেশ ঘোরার পরিবর্তে, এই অঞ্চলের একাধিক দেশে ঘোরার পরিকল্পনা মাথায় রাখবে।’
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের অন্য দেশের মতো সৌদি আরবও এমন পর্যটনশিল্পের দিকে নজর দিচ্ছে। ২০১৭ সালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তিনটি গিগা-প্রকল্পের পরিকল্পনা উন্মোচন করেন। এর মধ্যে একটি রেড সি প্রজেক্ট। লোহিত সাগর প্রকল্পের আওতায় দেশের পশ্চিম উপকূল বরাবর ২৮ হাজার বর্গকিলোমিটারব্যাপী একটি বিশাল পর্যটনকেন্দ্র নির্মাণ করা হবে।
ছয় বছর মেয়াদি এ প্রকল্পের কাজ অনেকখানি এগিয়ে গেছে। বলা হচ্ছে, প্রকল্প সম্পন্ন হতে আর কয়েক মাস বাকি আছে। এর মধ্যে তিনটি বিলাসীবহুল হোটেল শিগগিরই উদ্বোধন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net