March 24, 2025, 5:57 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসরাইলের অব্যাহত অভিযানে জনশূন্য হয়ে পড়ছে গাজা। এরই মধ্যে ৬ শতাংশ হ্রাস পেয়ে গাজার জনসংখ্যা।
ইসরাইলি বাহিনীর অভিযান শুরুর পর গত ১৫ মাসে ফিলিস্তিনের গাজা উপত্যকায় জনসংখ্যার এই হ্রাস ঘটেছে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান দফতর পিসিবিএস।
পরিসংখ্যান দফতরের বিবৃতিতে বলা হয়েছে, গত ১৫ মাসে গাজায় প্রাণহানি ঘটেছে প্রায় ৪৫ হাজার ৫০০ জন ফিলিস্তিনি এবং নিখোঁজ হয়েছেন আরও ১১ হাজার ফিলিস্তিনি। এতে মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫৫ হাজার। এ ছাড়া যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচতে গাজা ছেড়েছেন ১ লাখেরও বেশি ফিলিস্তিনি।
২০২৩ সালে ইসরাইলি বাহিনী যখন গাজায় অভিযান শুরু করে, সে সময় সেখানকার জনসংখ্যা ছিল ২১ লাখের কিছু বেশি। এই জনসংখ্যার ৪৭ শতাংশই ছিল ২৮ বছরের কম বয়সি। ফিলিস্তিনের পরিসংখ্যান দফতরের তথ্য অনুযায়ী, ইসরাইলি বাহিনীর অভিযান শুরুর পর গাজায় জনসংখ্যা কমেছে প্রায় ১ লাখ ৬০ হাজার জন।
এদিকে গাজায় সংঘাত শুরুর পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সেনাসদস্য নিহতের সংখ্যা প্রকাশ করেছে ইসরাইলি বাহিনী। গত ৭ অক্টোবর ইসরাইলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরাইল। গাজায় সামরিক অভিযানে এখন পর্যন্ত ইসরাইলি বাহিনীর প্রায় ৯০০ সেনা সদস্য নিহত হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তাদের ৮৯১ জন কর্মকর্তা এবং সৈন্য গাজায় অভিযানের সময় নিহত হয়েছে। ইসরাইলি গণমাধ্যমগুলোও এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে ১৯৭৩ সালে ইয়োম কিপ্পুর যুদ্ধে দেশটির সবচেয়ে বেশি সেনাসদস্য নিহত হয়। এদিকে ইসরাইলি আর্মি রেডিও এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ২৮ ইসরাইলি সেনা আত্মহত্যা করেছে। গত ১৩ বছরের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ।
Leave a Reply