January 22, 2025, 7:49 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুরে মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় তার স্ত্রী ও ছেলেকে আটক করা হয়।
রোববার (১৯ জানুয়ারি) ভোরে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আটকরা হলেন লিয়াকত আলীর স্ত্রী কাজলী বেগম (৪৬) ও ছেলে আব্রাহাম লিংকন (২২)।
পুলিশ জানায়, মাদক কেনাবেচার খবর পেয়ে মরিচা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলীর বাড়িতে অভিযানে নামে যৌথবাহিনী। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান লিয়াকত আলী। অভিযান চালিয়ে তার বাড়ি থেকে উদ্ধার করা হয় ১ হাজার পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ২০ লাখ টাকা। ইয়াবা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে লিয়াকত আলীর স্ত্রী কাজলী বেগম ও তার ছেলে আব্রাহাম লিংকনকে আটক করা হয়।
দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বলেন, লিয়াকত আলী এবং তার স্ত্রী-ছেলে বিরুদ্ধে মামলা করা হয়েছে। তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।
Leave a Reply