January 3, 2025, 6:00 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পদে পরিবর্তন আনা হয়েছে। নানা অভিযোগে অভিযুক্ত ভারপ্রাপ্ত রেজিন্ট্রার আ্দুল লতিফকে ঐ পদ থেকে নামানো হয়েছে। ভারপ্রাপ্ত কেন্দ্রীয় গ্রন্থাগারিক আতাউর রহমানকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নিয়োগ দেয়া হয়েছে। অন্যদিকে লতিফকে কেন্দ্রীয় গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ দেয়া হয়েছে বলে জানা গেছে।
পরিবহন প্রশাসক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী পদে উপ-প্রধান প্রকৌশলী মুন্সী সহিদ মো. তারেককে নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
এছাড়া বিগত হারুনর রশিদ আসকারী প্রশাসনের চরমভাবে সরকারী নিয়ম লঙ্ঘন করে নতুন সৃষ্ট পদে নিয়োগ দেয়া ভারপ্রাপ্ত অতিরিক্ত রেজিস্ট্রার নওয়াব আলী খানের দায়িত্বের কার্যকারিতা স্থগিত করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) এ সকল নিয়োগ কার্যকর করা হয়েছে। এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ নিয়োগ কার্যকর থাকবে বলে বলা হয়েছ্ ে
এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিতব্য ডেস্ক ক্যালেন্ডারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নামের বানান ভুল হওয়ায় গত ৯ ডিসেম্বর সদ্য সাবেক রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফকে শোকজ করে প্রশাসন। এছাড়া গত ১৫ ডিসেম্বর শারীরিক অসুস্থতা দেখিয়ে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন সদ্য সাবেক প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আলীমুজ্জামান।
এদিকে মেয়াদ শেষ হওয়ায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে পরিবহন প্রশাসক পদে নিয়োগ দিয়েছেন উপাচার্য। আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
Leave a Reply