November 7, 2025, 4:12 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পাখির খাদ্যের আড়ালে পাকিস্তান থেকে আমদানি করা হলো ২৪,৯৬০ কেজি পপি সিড দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে শীতের আগমন, প্রথম শৈত্যপ্রবাহ আসবে ডিসেম্বরে নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা স্থিতিশীল হবে: সেনাবাহিনী অনার্স ও ডিগ্রি পাস কোর্স/ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর শূন্য থাকে লক্ষাধিক আসন কুষ্টিয়ার ৪টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা গোয়ালন্দে শাটল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ নেতৃত্বে কুষ্টিয়ার সেতু/ “আমার ব্যাংক” নামে ডিজিটাল ব্যাংক পরিচালনার উদ্যোগ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা আবারও জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত ডা. শফিকুর রহমান কুষ্টিয়া চেম্বারের বার্ষিক সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠিত

খুলনা বিভাগের ১০ জেলায় করোনা শনাক্তের হার ৩৪ শতাংশে, কুষ্টিয়ায় ১ মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩৪ শতাংশে পৌঁছেছে। এই সময়ে বিভাগে ১ হাজার ৪১১ জনের নমুনা পরীক্ষা করে ৪৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৫১ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ২২ দশমিক ৫১ শতাংশ।
রোববার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত প্রায় সাড়ে পাঁচ মাসের মধ্যে এটিই এক দিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। গত বছরের ১৩ আগস্ট এক দিনে ৬১২ জন শনাক্ত হওয়ার পর থেকে আজ রোববার পর্যন্ত এটাই এক দিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। করোনায় গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় একজন মারা গেছেন। বিভাগের সাতটি জেলায় শনাক্ত ৩০ শতাংশের ওপর।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, দ্রুত সময়ের মধ্যে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়লেও মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে তেমন আগ্রহ নেই। স্বাভাবিকভাবে কেউ স্বাস্থ্যবিধি মানছেন না। এমন অবস্থা চলতে থাকলে সংক্রমণের এই গতি কোনোভাবেই রোধ করা যাবে না।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর মধ্যে খুলনায় ১৫৩ জন, যশোরে ১৯৪, ঝিনাইদহে ৪৭, কুষ্টিয়ায় ২৭, নড়াইলে ৪, মেহেরপুরে ৮, চুয়াডাঙ্গায় ১৩, সাতক্ষীরায় ১১, বাগেরহাটে ২০ ও মাগুরায় ১০ জন। বিভাগের মধ্যে বাগেরহাটে শনাক্তের হার সর্বোচ্চ ৫০ শতাংশ, যশোরে ৪৭ দশমিক ৭৮, ঝিনাইদহে ৪৩ দশমিক ১২, মেহেরপুরে ৩৮ দশমিক ১ ও খুলনায় ৩৪ দশমিক ৫৪ শতাংশ।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়, ২০২০ সালের ১৯ মার্চ। আজ রোববার পর্যন্ত বিভাগে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১৬ হাজার ৫৯ জন। করোনায় আক্রান্ত হয়ে বিভাগে মারা গেছেন ৩ হাজার ২০১ জন। ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৩৯ জন।
এদিকে বাসা ও হাসপাতাল মিলিয়ে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যাও প্রতিদিন বাড়ছে। বর্তমানে বিভাগে করোনা রোগী আছেন ৩ হাজার ৪১৯ জন। এর মধ্যে ১২২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং অন্যরা বাসায় আছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net