January 23, 2026, 9:30 am

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি লিড ব্যাংক হিসেবে কুষ্টিয়ায় দিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ ইনিশিয়েটিভ’ শীর্ষক একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার কুষ্টিয়া শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়ানোর মাধ্যমে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক আমজাদ হোসেন খান।
এরপর নগদবিহীন লেনদেন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে একটি র্যালি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইনিশিয়েটিভ’ বিষয়ক একটি বিশেষ সেমিনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১-এর পরিচালক এএনএম মঈনুল কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান; কুষ্টিয়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মিজানুর রহমান; এবং ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশিদ।