November 21, 2024, 8:28 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, মেহেরপুর/
মেহেরপুরে করোনার বেশ কটি উপসর্গ নিয়ে এক ব্যক্তিন মৃত্যু হয়েছে। তার নাম বারিউজ্জামান লিটু (৪৫)। তার বাড়ি মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের বাবু পাড়া এলাকায়। পিতা আবু তাহেরের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে তিনি হাসপাতালে ভর্তি হন তখর তার জ¦র, সর্দি ও শ্বাসকষ্ট ছিল। শুক্রবার (২৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। এর আগে
মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) মোকলেছুর রহমান জানিয়েছেন।
বারিউজ্জামান ঢাকায় পত্রিকা পরিবহনের কাজ করতেন। ঈদের আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসে স্বাভাবিক চলাফেরা করছিলেন। বুধবার দুপুরে তার করোনার উপস্বর্গ দেখা দেয়। বৃহস্পতিবার দুপুরে তার বাড়ি থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরে তিনি হাসপাতালে ভর্তি হন। শুক্রবার সকালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়।
তার মরদেহ বিশেষ ব্যবস্থায় দাফনের জন্য উপজেলা প্রশাসনে অবহিত করা হয়েছে। নমুনা পরীক্ষা রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply