March 17, 2025, 2:18 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ও এনসিপি নেতাকর্মীদের ওপর দফায় দফায় হামলা, আহত ১৫ আজ বঙ্গবন্ধুর জন্মদিন মৌসুমের প্রথম মৃদু তাপপ্রবাহ ১২ জেলায়, মধ্য মার্চে এমনটা কিছুটা অস্বাভাবিক আবরার হত্যা/২০ জনের মৃত্যুদন্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল যুগেরও বেশী সময়ের ধারাবাহিকতা ধরে রেখে এবারও ফরিদপুরে পেঁয়াজ বীজের বাম্পার ফলন মাগুরায় আছিয়ার পরিবারকে ‘পাকা বাড়ি’ করে দিবে জামায়াত বড়দের সঙ্গে পাঙ্গা নেওয়া যাবে না, ইউক্রেনকে ট্রাম্প মধ্য মৌসুমেই পড়তে থাকে দাম/ উৎপাদিত সবজির দামে শুরু থেকে শেষ পর্যন্ত খরচ উঠছে না প্রান্তিক কৃষকদের প্রফেসর আরেফিন সিদ্দিক আর নেই নির্মম ধর্ষণের শিকার মাগুরার সেই শিশুটি না ফেরার দেশে

বিশিষ্ট সাংবাদিক নাহারুল ইসলামের আজ ২০তম মৃত্যুবার্ষিকী

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//
কুষ্টিয়ার বিশিষ্ট সাংবাদিক নাহারুল ইসলামের আজ ২০তম মৃত্যুবার্ষিকী। ২০০০ সালের ( ৮রমজান) আজকের এই দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দৈনিক আরশীনগর পত্রিকার সম্পাদক ও কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব প্রয়াত সাংবাদিক নাহারুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র। ডেইলি নিউনেশন পত্রিকার জেলা প্রতিনিধি আফরোজা আক্তার ডিউ তাঁর পুত্রবধূ, আনন্দ টিভির জেলা প্রতিনিধি ফিরোজ কায়সার তাঁর মেজো ছেলে। বিশিষ্ট সাংবাদিক নাহারুল ইসলাম ১৯৬৫ সালে ওয়ালিউল বারী চৌধুরী সম্পাদিত সাপ্তাহিক মশাল পত্রিকা থেকে শুরু করে বিভিন্ন সময় জাতীয় দৈনিক বাংলার বাণী, দৈনিক নূতন বাংলা, দৈনিক বাংলাদেশ বার্তা, সাপ্তাহিক ইস্পাত, সাপ্তাহিক জাগরণী, সাপ্তাহিক গ্রামের ডাক, সাপ্তাহিক দেশব্রতী পত্রিকায় সাংবাদিকতা করেছেন সুনামের সাথে। সাংবাদিক নাহারুল ইসলাম ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় জহুরুল হক রাজা মিয়া এমপির সাথে সার্বক্ষণিক থাকতেন এবং ইয়ুথ ক্যাম্প থেকে মুক্তিযুদ্ধের নানা খবর তিনি কলকাতার বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিকদের কাছে সরবরাহ করতেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধু সরকারের সময় দৌলতপুরে ভুমি ব্যবস্থা কমিটির দায়িত্ব পালন করেছেন ন্যায় নিষ্ঠার সাথে। তিনি কুষ্টিয়া জেলা বাকশালের সহ সভাপতি ও দৌলতপুর উপজেলা বাকশালের সভাপতি, জেলা কৃষকলীগের সহ সভাপতি ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধুর সাহচর্যে যাওয়ার সুযোগ হয়েছিলো তাঁর। জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি, জননেতা আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান জননেতা হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা আজগর আলী, সাবেক সাধারণ সম্পাদক এড. খন্দকার শামসুল আলম দুদু, সহ সভাপতি শেখ গিয়াস উদ্দিন আহমেদ মিন্টু, কুষ্টিয়া জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ আমিনুল হক রতন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. শরীফ উদ্দিন রিমন, দৌলতপুর কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন, কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া, কুষ্টিয়া এডিটরস ফোরাম, কুষ্টিয়া টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, উইমেন জার্নালিস্ট এসোসিয়েশন, দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি পৃথক পৃথক বিবৃতিতে প্রয়াত সাংবাদিক নাহারুল ইসলামের আত্মার শান্তি কামনা করেছেন। সাংবাদিক নাহারুল ইসলামের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় দৈনিক আরশীনগর ভবনে ও দৌলতপুরে নিজ বাস ভবন ও সাংবাদিক নাহারুল ইসলাম সুপার মার্কেটে কোরআনখানী, দোয়া মাহফিল, এতিমখানা ও মাদ্রাসায় ইফতার সরবরাহ করা হবে বলে পরিবারসূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net