January 19, 2025, 11:20 pm
দৈনিক কুষ্টিয়া বিনোদন ডেস্ক//
আবারো করোনার কারিকুরি নিয়ে ভিন্ন সাজে আসছেন মীর। এটা তৃতীয় দফা। গানের জগতের মানুষের কাছে বাড়িই এখন স্টুডিয়োর ফ্লোর। সেই ফ্লোরে কখনও কাপড় কাচার আওয়াজ, কখনও রান্না করার শব্দ! “এই শব্দগুলো নিয়ে রোহান বসুর লেখা গানে সুরের ব্যবহার করা হয়েছে এই গানে।
সুরকার আশু চক্রবর্তী বলেন আগে ঘুম ভেঙে স্টুডিয়োয় যেতাম। এখন রান্নাঘরে মাইক্রোতে খাবার গরম করি।তার শব্দ, চাবির শব্দ, থালাবাসনের আওয়াজ দিয়ে গান সাজিয়েছি। লকডাউনের শব্দ যেমন আছে এখানে, তেমনই‘রামধনু’ থেকে ‘ডালগোনা কফি’—এই চলতি শব্দ বসেছে এই গানে। এই ভিডিয়োয় দৃশ্য আর গানকে মিলিয়ে দিয়েছেন পল্লব গায়েন। সুদর্শনা মৈত্র এই ভিডিয়োটি প্রযোজনার দায়িত্ব নিয়েছেন।
Leave a Reply