November 21, 2024, 10:46 pm
দৈনিক কুষ্টিয়া/গালফ নিউজ থেকে অনুদিত//
মধ্যপ্রাচ্যের সৌদি আরব ও দুবাই চলতি সপ্তাহে কারফিউ সংশোধন করবে। আগামী কাল বুধবার (২৭ মে) থেকে দুবাই খুলে দিতে শুরু করবে ব্যবসা প্রতিষ্ঠান।
অন্যদিকে সৌদি আরব শুরু করবে ৩১ মে থেকে। ২১ জুন থেকে মক্কা বাদে পুরো রাজ্যে পুরোপুরি উত্তোলন করবে, সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) মঙ্গলবার ভোরে এক বিবৃতিতে জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, কর্নাভাইরাসের কারণে দেশীয় ভ্রমণে নিষেধাজ্ঞা, মসজিদে নামাজ আদায় এবং সরকারি ও বেসরকারী উভয় কর্মক্ষেত্রের উপস্থিতি সহ করোনভাইরাস কারণে নিষেধাজ্ঞাগুলি প্রত্যাহার করা হবে ৩১ মে।
মক্কার জন্য, কারফিউ সময়টি বিকাল ৩–৬ টা থেকে সামঞ্জস্য করা হবে এবং ২১ শে জুন থেকে মসজিদে নামাজ পড়ার অনুমতি দেওয়া হবে।
এসপিএ ঘোষিত বিভিন্ন পদক্ষেপের একটির মধ্যে কিংডম ৩১ মে থেকে ২০ জুনের মধ্যে মক্কার বাইরে সকল মসজিদ পুনরায় চালু করবে।
২১ শে জুন থেকে কিংডম আশা করে যে লকডাউন পুরোপুরি উত্তোলন করবে এবং সাধারণ জীবনে ফিরে আসবে, এসপিএ জানিয়েছে।
কিংডম এছাড়াও বৃহস্পতিবার থেকে মক্কা ব্যতীত অন্য সকল স্থানে করোনা কার্ফিউ পরিবর্তন করে ৩ টা থেকে ৬ টা পর্যন্ত স্থানান্তরিত করেছে।
এসপিএ জানিয়েছে মক্কার আল হারাম আল শরীফ মসজিদে ৩১ শে মে শুক্রবার ও জামাতে নামাজ আদায় শুরু হবে।
এসপিএ আরও জানিয়েছে যে সরকারী ও বেসরকারী উভয় কর্মীদেরই তাদের কর্মস্থলে যোগদানের অনুমতি দেওয়া হবে।
অভ্যন্তরীণ বিমান ও বিভিন্ন অঞ্চলের ভ্রমণের নিষেধাজ্ঞাও প্রত্যাহার হবে। পরবর্তী বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত রাখা থাকবে।
এদিকে দুবাইয়ের দূর্যোগ মোকাবেলা সংক্রান্ত সর্বোচ্চ কমিটির এক ভার্চুয়াল সভায় সরকারী ও বেরসকারী ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
তবে সকল প্রকার নিয়ম কানুন যা কোভিড নিয়ন্ত্রনে কার্যকর তা প্রতিপালিত হবে।
Leave a Reply