February 11, 2025, 2:31 am
দৈনিক কুষ্টিয়া স্পোর্টস/
মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে গান। সে কথা জানে বলিউড তারকা সানি লিওন। গান লিখছেন ডোয়াইন ব্রাভো। গেপান ছির বিষয়টা। কিন্তু ফাঁস হয়ে গেল।
লাইভে ব্রাভোর কাছে সানি জানতে চান, নতুন কোনো গান নিয়ে তিনি কাজ করছেন কি না। জবাবে ব্রাভো জানান, ‘নম্বর সেভেন’ শিরোনামে ধোনিকে উৎসর্গ করে একটি গানে হাত দিয়েছেন।
শুধু ক্রিকেট মাঠেই অলরাউন্ডার নন, মিউজিক জগতেও অলরাউন্ডার ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার ডোয়াইন ব্রাভো। তার গান বেশ সাড়াও ফেলে ভক্তদের মাঝে।
কিছু দিন আগেই সারা বিশ্বের মানুষকে করোনাভাইরাস যুদ্ধে উদ্বুদ্ধ করতে ‘আমরা হাল ছাড়ছি না, করোনা হারবেই’ শিরোনামে গান গেয়েছিলেন ব্রাভো।
ব্রাভোর ‘আমুদে’ মন ক্রিকেটবিশ্বে বহুল আলোচিত। ভক্তরা তাকে ভালোবেসে ‘ডিজে’ নামে ডাকেন। করোনা নিয়ে সম্প্রতি ‘উই নট গিভিং আপ’ শিরোনামের যে গানটি গেয়েছেন সেটি শুধু দর্শকদের কাছেই জনপ্রিয়তা পায়নি, সংগীতবোদ্ধারাও চমকে গেছেন।
ব্যক্তি ব্রাভোর মতো তার ক্যারিয়ারও বৈচিত্র্যময়। ২০১৮ সালের অক্টোবরে অবসর ঘোষণা দিয়ে গত ডিসেম্বরে ফিরে আসেন। ফিরেই ডাক পেয়েছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে।
ডেথ ওভারে ব্রাভোর মতো দক্ষ বোলারের জুড়ি মেলা ভার। ব্যাটিংয়েও নির্ভার। বিশেষ করে কুড়ি ওভারের ফরম্যাটে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তার চাহিদা আকাশচুম্বী। টি-টোয়েন্টি ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। উইন্ডিজের হয়ে ৬৬ আর বিভিন্ন লিগ মিলিয়ে ৪৫০ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। জাতীয় দলে ৫২ উইকেটের পাশাপাশি রান করেছেন ১১৪২।
Leave a Reply