January 13, 2026, 8:08 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বেতন স্কেল নয়, মহার্ঘ ভাতাই অব্যাহত থাকছে সরকারি চাকরিজীবীদের, কমিশনের কাজ চলবে বিক্ষোভে রক্তাক্ত ইরান: নিহত ৫৩৮, গ্রেপ্তার ১০ হাজার ছাড়াল বেনাপোল–খুলনা–মোংলা কমিউটার লিজ/লাভের ট্রেন বেসরকারি হাতে, ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা অন্তর্বর্তী সরকার পে-স্কেল ঘোষণায় পিছিয়েছে, প্রতিবেদন হস্তান্তর হবে নতুন সরকারের কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন/ প্রার্থিতা ফিরে পেতে ৬৪৫ আপিল, শুরু হচ্ছে শুনানি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত কুষ্টিয়ায় সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা চলছে, ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে ১৪৪ ধারা জারি সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনে ভোটের কার্যক্রম স্থগিত কুষ্টিয়া থাকছে তালিকায়/শনিবার থেকে বাড়বে শীত, চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহের আভাস

বানান আন্দোলন’-এর নিজস্ব ওয়েবসাইট উন্মুক্ত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

উন্মুক্ত হলো বাংলা ভাষা চর্চার অনলাইন প্ল্যাটফর্ম ‘বানান আন্দোলন’-এর নিজস্ব ওয়েবসাইট। আজ রাত ৮টায় ‘বানান আন্দোলন’-এর অফিসিয়াল ফেইসবুক গ্রুপে একটি ভিডিও লাইভের মাধ্যমে ওয়েবসাইটটি উন্মুক্ত করার এ ঘোষণা দেয়া হয়।

গত কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ব্যাপকভাবে আলোচনায় উঠে আসে ‘বানান আন্দোলন’-এর নাম। বাংলা শব্দের শুদ্ধ প্রয়োগ ও ভাষার শুদ্ধ ব্যবহার নিশ্চিতে কাজ করার লক্ষ্যে গড়ে ওঠা এই ফেইসবুক গ্রুপটি ভাষাচর্চার অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে ওয়েবসাইটটির ঘোষণা প্রদানের মধ্য দিয়ে কার্যত একটি প্রতিষ্ঠানে রূপ নিল।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও প্রধান নির্বাহী কথাসাহিত্যিক ওয়াহেদ সবুজ বলেন, ‘ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলা ভাষার অবস্থান এখন পঞ্চম। পৃথিবীর প্রায় ৩০ কোটি মানুষ এ ভাষায় কথা বলেন। এমন একটি ভাষা নিয়ে যে পরিমাণ গবেষণাকর্ম ও তাত্ত্বিক কাজ হওয়া দরকার ছিল, তা হয়নি। এমনকি ভাষার শুদ্ধ ব্যবহারের ক্ষেত্রেও আমাদের অধিকাংশই অসচেতন ও উদাসীন। একটি ভাষা পৃথিবীতে স্থায়ীভাবে টিকে থাকার ক্ষেত্রে এটি একটি বড় প্রতিবন্ধকতা।’

ওয়েবসাইটটির বিষয়ে ওয়াহেদ সবুজ জানান, ‘এ প্ল্যাটফর্মটির মাধ্যমে বাংলা ব্যাকরণ, বাংলা বানান ও বাংলা শব্দের উচ্চারণ তথা সামগ্রিকভাবে বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও গবেষণার একটি ক্ষেত্র উন্মুক্ত হবে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে বাংলা ভাষার গবেষকেরা পর্যন্ত সবাই এখান থেকে উপকৃত হবার সুযোগ পাবেন। এ পুরো ভাষাশিক্ষা-গবেষণা কার্যক্রমটি হবে সম্পূর্ণরূপে উন্মুক্ত। কোনও রকম অর্থব্যয় ছাড়াই মানুষ এখানে ভাষা চর্চার সুযোগ পাবেন।’

সার্বিক তত্ত্বাবধান করছেন প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা ও আইটি-প্রধান রেজবুল ইসলাম।
তিনি জানান, ‘ভাষাচর্চার সাথে আধুনিক তথ্যপ্রযুক্তিকে যুক্তকরণের মাধ্যমে শুদ্ধতার চর্চায় বাংলা ভাষাভাষী মানুষের সহযোগী হয়ে পথ চলার অভিপ্রায়ে আমরা এগিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত পৃথিবীর ৪১টি দেশের বাংলাভাষী মানুষ বানান আন্দোলন-এর সাথে যুক্ত আছেন। প্রযুক্তির সহায়তায় পৃথিবীর সকল প্রান্তে বসবাসরত বাঙালিদের শুদ্ধ ভাষাচর্চার একটি অভিন্ন লক্ষ্যে এক স্থানে জড়ো করার প্রয়াসে আমাদের এ প্রচেষ্টা।’

এর আগে, ২০১৫ সালে ফেইসবুকে ‘বানান আন্দোলন’ নামে একটি গ্রুপ তৈরি করার মধ্য দিয়ে বাংলা বানান নিয়ে এ কার্যক্রমের যাত্রা শুরু হয়। চলতি বছর এপ্রিলে অনলাইনে বাংলা ভাষা শিক্ষার একটি প্ল্যাটফর্ম তৈরির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। অবশেষে শুক্রবার (২৯ মে) ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হলো।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net